ওয়াশিংটন: তিনি গতবারের চ্যাম্পিয়ন। এবারও যুক্তরাষ্ট্র ওপেনে ছন্দে রয়েছেন কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। সহজেই তিনি দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন। প্রথম রাউন্ডের ম্যাচ চলাকালীন তাঁর প্রতিপক্ষ ডমিনিক কেপফার (Dominik Koepfer) ম্যাচ ছেড়ে দেওয়ায় দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন স্পেনের তরুণ তুর্কি। আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুরু থেকেই ছন্দে ছিলেন আলকারাজ়। স্পেনের ২০ বছরের তারকা প্রথম সেট ছিনিয়ে নেন ৬-২ ব্যবধানে। দ্বিতীয় সেটেও ৩-২ এগিয়ে ছিলেন শীর্ষবাছাই আলকারাজ়। তখনই চোটের জন্য সরে দাঁড়ান তাঁর প্রতিপক্ষ।


দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসের মুখোমুখি হবেন আলকারাজ়। লয়েডকে বেশ সমীহ করছেন আলকারাজ়। বলেছেন, 'ও দারুণ প্লেয়ার। হাতে বড় শট রয়েছে। আমাকে মনোনিবেশ করে খেলতে হবে। কঠিন লড়াই হতে চলেছে, সে ব্যাপারে আমি নিশ্চিত।'


দুরন্ত ছন্দে নোভাক জকোভিচ (Novak Djokovic) । যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2023) প্রথম রাউন্ডে অনবদ্য জয় ছিনিয়ে নিলেন নোভাক জকোভিচ। স্ট্রেট সেটে তিনি হারিয়ে দিলেন ফ্রান্সের অ্যালেক্সান্ডার মুলারকে। খেলার ফল ৬-০, ৬-২, ৬-৩। ২০২১ সালে ড্যানিল মেদভেদেভের কাছে হারতে হয়েছিল জোকারকে। এরপর গত বছর এই টুর্নামেন্টে খেলতে নামতে পারেননি সার্বিয়ান টেনিস তারকা। এবার নেমে প্রথম রাউন্ডেই সহজ জয় ছিনিয়ে নিলেন তিনি। একই সঙ্গে এটিপি ক্রমতালিকাতেও শীর্ষে উঠে এলেন ফের। টপকে গেলেন স্পেনের কার্লোস আলকারাজকে। এই প্লেয়ারের বিরুদ্ধে চলতি বছর উইম্বলডনে (Wimbeldon 2023) হারতে হয়েছিল জোকারকে।


এদিন খেলা শেষের পর দর্শকদের দিকে তাকিয়ে জোকার বলেন, ''রাত ১টা বাজে। তার পরেও এখানে বসে সকলে আমার খেলা দেখছেন। আমার কাছে এটা খুবই গর্বের। ম্যাচটা খুব দেরি করে শুরু হয়েছিল। এখানে কিছু অনুষ্ঠান ছিল, তাই জানতাম শুরু হতে সময় লাগবে। তবে দু’বছর পর এখানে ফিরে কোর্টে নামার জন্য আমি খুবই উদ্‌গ্রীব ছিলাম।'' উল্লেখ্য, জকোভিচ এই টুর্নামেন্টে ১০ বার ফাইনালে পৌঁছে ৩ বার জিতেছেন। বয়স ৩৬ পেরিয়েছে। তবে এখনও যে তিনি যে কোনও প্রতিদ্বন্দ্বীর ঘাম ছুটিয়ে দিতে পারেন, এদিনের খেলাই সেটাই বোঝালেন ২৩ টি গ্র্যান্ডস্লামের মালিক। দ্বিতীয় রাউন্ডে খেলবেন স্পেনের বার্নেব জ়াপাটা মিরালেসের বিরুদ্ধে। যিনি খাতায় কলমে অনেক পিছিয়ে সার্বিয়ান তারকার থেকে। বিশ্ব ক্রমতালিকায় জা়পাটা ৭৬ নম্বর স্থানে রয়েছেন। 


আরও পড়ুন: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial