নিউ ইয়র্ক: বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2024) শুরুটা ভারতীয়দের জন্য বেশ ভালই হল। য়ুকি ভামব্রি (Yuki Bhambri) ও শ্রীরাম বালাজি (N Sriram Balaji), দুই ভারতীয় তারকাই নিজেদের প্রথম রাউন্ডের ডাবলস ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন।
ফরাসি পার্টনার আলবানো অলিভিয়েত্তিকে সঙ্গে নিয়ে য়ুকি ভামব্রি স্ট্রেট সেটে নিজেদের ম্যাচ জেতেন। ৭৭ মিনিটের ম্যাচে তাঁরা ওয়াইল্ড কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের রায়ান সেজারম্যান ও প্যাট্রিকের জুটিকে পরাস্ত করেন। ম্যাচের স্কোর য়ুকিদের পক্ষে ৬-৩, ৬-৪। য়ুকিরা ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। তাঁরা চতুর্থ গেমে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক তো সক্ষম হনই, পাশাপাশি নিজেদের সমস্ত সার্ভিস গেম জিতে নিয়ে প্রথম সেট পকেটে পুরে ফেলেন। সেই ধারাই দ্বিতীয় সেটেও বজায় থাকে। আত্মবিশ্বাসে ফোটা য়ুকিরা দ্বিতীয় সেটেরও শুরুর দিকে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন। সহজেই দ্বিতীয় সেট এবং ম্যাচ জিতে নেন তাঁরা।
তবে শ্রীরাম বালাজিদের বেশ লড়াই করেই নিজেদের ম্যাচ জিততে হয়। তাও আবার টাইব্রেকারে। নিউজ়িল্যান্ডের মার্কোস ড্যানিয়েল এবং মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস-ভারেলের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন শ্রীরাম ও তাঁর আর্জেন্তাইন পার্টনার গিদো অ্যান্দ্রেওজ়ি। ম্যাচের প্রথম সেটে একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলে। মার্কোসরা প্রথমবার ব্রেক পয়েন্টের সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়বার করেননি। প্রথম সেটে অনায়সেই টাই ব্রেকারে পৌঁছতে পারত। তবে শ্রীরামদের সার্ভিস ব্রেক করে ৭-৫ সেট নিজেদের নামে করতে সক্ষম হন মার্কো, মিগুয়েল।
তবে পিছিয়ে পড়লেও শ্রীরামরা ভেঙে পড়েননি। দ্বিতীয় সেটে প্রবল পরাক্রমে লড়াইয়ে ফেরে ইন্দো-আর্জেন্তাইন জুটি। প্রথম তিন গেমেই দুইবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন শ্রীরামরা। ৩-০ এগিয়ে যান তাঁরা। গোটা সেট জুড়েই দাপট দেখিয়ে ৬-১ সেট জিতেও নেন তাঁরা। তৃতীয় সেটেও চলে টানটান লড়াই। নবম গেমে ব্রেক পয়েন্ট জিতে ম্যাচ জেতার সুযোগ ছিল তাঁদের সামনে। তবে মার্কোস, মিগুয়েল পরের গেমেই শ্রীরামদের সার্ভিস ব্রেক করে ম্যাচে ফিরে আসেন। শেষমেশ লড়াই গড়ায় টাইব্রেকারে।
সেখানেও টানটান লড়াইয়ের পর ১২-১০ টাইব্রেকার জিতে দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা সুনিশ্চিত করেন শ্রীরাম বালাজিরা। য়ুকি এবং শ্রীরামের পাশাপাশি যুক্তরাষ্ট্র ওপেনে রোহন বোপান্নাকেও কিন্তু কোর্টে নামতে দেখা যাবে। দ্বিতীয় বাছাই বোপান্না ও এবডেনের জুটি বৃহস্পতিবারই কোর্টে নামছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চারিদিক জল থই থই, ভাসছে গুজরাত, কোনওক্রমে রক্ষা করা হল ভারতীয় তারকা ক্রিকেটারকে