নিউ ইয়র্ক: টেনিস বিশ্বের 'বিগ ফোর'-র তিনজন অবসর নিয়ে ফেলেছেন। নোভাক জকোভিচ (Novak Djokovic) এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে এ বছরটা যেন একেবারেই জকোভিচের নয়। চার গ্র্যান্ডস্ল্যামের চতুর্থটিতেও খেতাব জেতা দূর, তিনি ফাইনালেই পৌঁছতে পারলেন না। টেনিসের নবযুগের যে তাঁরাই সবথেকে বড় মুখ, তা আবারও প্রমাণ করে দিলেন কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz) ও ইয়ানিক সিনার (Jannik Sinner)। যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2025) সেমিফাইনালে একদিকে যেখানে জকোভিচকে স্ট্রেট সেটে হারালেন আলকারাজ়, সেখানে ফেলিক্স অজ়ার অ্যালিয়াসেমের বিরুদ্ধে চার সেটের ম্যাচে জয়ী হন সিনার।
একদা রাফায়েল ও রজার ফেডেরারকে প্রায় প্রতিটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেত। সেই স্তরে পৌঁছতে এখনও বেশ খানিকটা পথ চলা বাকি। তবে ক্রমেই টেনিসে যেন সিনার বনাম আলরারাজ়ের গ্র্যান্ডস্ল্যামের ফাইনালের লড়াইটা নিয়মে পরিণত হচ্ছে। বর্তমানে ব়্যাঙ্কিংয়ের নিরিখে তাঁরা যথাক্রমে বিশ্বের এক ও দুই নম্বর সিঙ্গেলস টেনিস তারকা। যত দিন যাচ্ছে ততই নিজেদের আরও ক্ষুরধার করে তুলছেন সিনার ও আলকারাজ়। দুই তারকা এবার চলতি বছরে নাগাড়ে তৃতীয় স্ল্যামের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে চলেছেন।
প্রথম সেমিফাইনালে আলকারাজ় ৬-৪, ৭-৬ (৪), ৬-২ স্কোরলাইনে জকোভিচকে পরাজিত করেন। অপরদিকে, সিনার তাঁর কানাডিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে দাপটের সঙ্গে ৬-১ প্রথম সেট জিতে নেন। তবে দ্বিতীয় সেটেই অ্যালিয়াসেমে ৬-৩ জিতে ম্যাচে সমতায় ফেরেন। তবে সিনার ৬-৩, ৬-৪ স্কোরে পরের দুই সেট জিতে নেয়ে নাগাড়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছলেন। রজার ফেডারের ১৭ বছর পর ইতালিয়ান তারকাই প্রথম খেলোয়াড় হিসাবে নাগাড়ে দুই যুক্তরাষ্ট্র ওপেন জেতার লক্ষ্যে রবিবার কোর্টে নামবেন।
আলাকারাজ় কিন্তু চলতি যুক্তরাষ্ট্র ওপেনে এক সেটও না খুইয়ে ফাইনালে পৌঁছেছেন। তিনি দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ওপেন ও ষষ্ঠ গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে। দুইজনের বয়স, গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের সংখ্যা সবকিছুর মধ্যেই ব্যবধান খুবই কম। দুইজনের একে অপরের বিরুদ্ধে কোর্টে নামা মানেই টানটান উত্তেজনা, দুরন্ত টেনিস। রবিবাসরীয় ফ্লাশিং মিডোয় ফের একবার এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই এবারের যুক্তরাষ্ট্র ওপেনজয়ী নির্ধারিত হবে। আর এই ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করেই বিশ্বের এক নম্বর সিঙ্গেলস খেলোয়াড় নির্ধারিত হবেন।
জকোভিচ কিন্তু সেমিফাইনালে পরাজিত হয়েও স্পষ্ট স্বীকার করে নিলেন ২২ বছর বয়সি আলকারাজ় ও ২৪ বছরের সিনারই বর্তমান বিশ্বের দুই সেরা খেলোয়াড়। এবার তরুণ তুর্কির এক টানটান ফাইনালের অপেক্ষায় টেনিসবিশ্ব।