নয়াদিল্লি: ইতিহাস রচনা হল ঠিকই। তবে, ভারতীয় দলের দিনটা ভাল গেল না। এদিন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিশ্বকাপের অভিষেক ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারল ভারতীয় অনূর্ধ্ব-১৭ দল।



চ্যালেঞ্জটা ছিল বিশাল। প্রত্যাশা ভরপুর থাকলেও, বাস্তবের সঙ্গে তার ফারাকটা বড্ড বেশিই ছিল। আয়োজক দেশ হিসেবে এই বিশ্বকাপে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করেছে ভারত। তবে, বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মেলাতে এখনও যে ভারতীয় ফুটবলকে অনেকটাই পরিশ্রম করতে হবে, তা এদিন বোঝা গেল।



যদিও, প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের তুলনায় আমেরিকা এগিয়ে থাকলেও, ভারতীয় ফুটবলাররা একেবারে আলগা জমি দেয়নি। কিন্তু, তা যথেষ্ট ছিল না। কয়েকটি ওপেনিং করেও, তাকে গোলে পরিণত করতে ব্যর্থ হয় ভারতীয় দল। বিশেষ করে, প্রথমার্ধে বেশ ভাল জমাটি শুরু করেছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়িয়ে দেয় আমেরিকা দল। তাতেই টক্কর দিতে পারেনি ভারতীয় কিশোর ব্রিগেড।