লন্ডন: বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্টের সই করা জুতো বিক্রি হল ১৬ হাজার ইউরোতে। যা ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ ৬ হাজার ৭৫৮ টাকা। ইন্টারনেটে নিলামে এই বিশাল দরে বিক্রি হয়েছে অলিম্পিকে ৯টি সোনা জয়ী তারকার জুতো।

 

প্রাথমিকভাবে নিলামের উদ্যোক্তাদের আশা ছিল, ৮ হাজার ইউরোতে এই জুতো বিক্রি হবে। কিন্তু ৩০ বার দর হাঁকার পর দ্বিগুণ অর্থে বিক্রি হল বোল্টের জুতো।



 

যে জুতো বিক্রি হল, সেই জুতো পরে গত বছর বেজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন বোল্ট। সেই প্রতিযোগিতায় ২০০ মিটার এবং রিলে রেসেও সোনা জিতেছিলেন জামাইকার এই তারকা। প্রথম অ্যাথলিট হিসেবে টানা তিনটি অলিম্পিকে তিনটি ইভেন্টেই সোনা জেতার নজির গড়েছেন বোল্ট।