রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকের প্রথম দিনটা অঘটনে ভরা থাকল। বিশেষ করে টেনিসে। পুরুষ ও মহিলা ডাবলসে ভারতীয়দের হারের পাশাপাশি মহিলা সিঙ্গলসে হেরে ছিটকে গেলেন প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস এবং বিশ্বের প্রাক্তন এক নম্বর সার্বিয়ার আনা ইভানোভিচ। তাঁদের বিদায়ে রিও অলিম্পিকে টেনিসের জৌলুস কমে গেল।
বেলজিয়ামের অখ্যাত খেলোয়াড় কার্স্টেন ফ্লিপকেন্সের বিরুদ্ধে প্রথম সেট জিতেও, পরের দুটি সেটে হেরে গেলেন ভেনাস। তাঁর বিপক্ষে খেলার ফল ৬-৪, ৩-৬, ৬-৭ (৫)। শেষ সেটটি টাইব্রেকারে গড়ায়। ম্যাচ জেতার পর কোর্টেই কান্নায় ভেঙে পড়েন বিশ্বের ৬২ নম্বর ফ্লিপেকন্স। ব্রাজিলের দর্শকরা নিজস্ব ভঙ্গিতে তাঁকে অভিনন্দন জানান। ভেনাসের মতো তারকাকে প্রথম রাউন্ডেই হারিয়ে উচ্ছ্বসিত ফ্লিপকেন্স। সমর্থনের জন্য তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
অন্য ম্যাচে আনার প্রতিপক্ষ ছিলেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। বিশ্বের ১২ নম্বর নাভারোর বিরুদ্ধে ২৬ নম্বর আনার লড়াই সহজ ছিল না। যদিও সহজেই প্রথম সেট জেতেন আনা। কিন্তু তারপরের দুটি সেটে হেরে বিদায় নিলেন তিনি। নাভারোর পক্ষে খেলার ফল ২-৬, ৬-১, ৬-২। হারের পর হতাশ আনা বলেছেন, তিনি তৃতীয় সেটে ম্যাচে ফিরে আসার একাধিক সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ হারান। তার ফলেই ম্যাচ হারতে হল।
ফাইল ছবি
প্রথম রাউন্ডে হেরে ছিটকে গেলেন ভেনাস, আনা ইভানোভিচ
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2016 10:50 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -