নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেট দলে এক বাঙালির বদলে সুযোগ পেলেন অপর এক বাঙালি। দক্ষিণ আফ্রিকা সফরে চোট পেয়ে দেশে ফিরে আসা বাংলার পেসার ঝুলন গোস্বামীর বদলে দলে এলেন অভিজ্ঞ রুমেলি ধর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের বাকি তিনটি ম্যাচের জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন রুমেলি।

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ঝুলন। তবে প্রথম টি-২০ ম্যাচের আগে চোট পাওয়ায় তিনি দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। গতকাল ৯ উইকেটে জয়ের সুবাদে টি-২০ সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল।