নাগপুর: ঘরোয়া ক্রিকেটে নিজেদের আধিপত্য বজায় রাখল রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভ। তারকা-খচিত অবশিষ্ট ভারতের বিরুদ্ধে দাপট দেখিয়ে ইরানি কাপ ধরে রাখল তারা। এই নিয়ে পরপর দুটি মরশুমে রঞ্জি ও ইরানি কাপ জিতল তারা।
মুম্বই ও কর্নাটকের পর তৃতীয় দল হিসেবে পরপর দুইবার ইরানি কাপ  দখলে রাখার কৃতিত্ব অর্জন করল বিদর্ভ।
ম্যাচ জয়ের পর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ঘোষনা বিদর্ভের অধিনায়ক ফৈয়াজ ফজলের। পুরস্কারের সমস্ত অর্থ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নারকীয় সন্ত্রাসবাদী হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারগুলিকে দানের ঘোষণা করতেন তিনি। ফজল বলেছেন, দল হিসেবে আমরা পুরস্কারের অর্থ শহিদ জওয়ানদের পরিবারগুলিকে দানের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দল ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটি একটা সামান্য উদ্যোগ।




২৮০ রানের লক্ষ্য সামনে রেখে বিদর্ভ পাঁচ উইকেটে ২৬৯ রান করে। জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রানের। সেই সময় দুই দলই ম্যাচে ইতি টানতে সহমত হয়।
আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, শ্রেয়স আয়ার ও ময়াঙ্ক অগ্রবালের মতো ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তৈরি অবশিষ্ট ভারততে হারাল বিদর্ভ। তাও আবার বিদর্ভ দলে ছিলেন না মরশুমের সর্বাধিক রান সংগ্রহকারী ওয়াসিম জাফর ও পেসার উমেশ যাদব। এই দাপট বিদর্ভের টিম ওয়ার্কের নিদর্শন।
দলের সিনিয়র ক্রিকেটার গণেশ সতীশ (১৬৮ বলে ৮৭) এবং তরুণ অনূর্দ্ধ ১৯ আন্তর্জাতিক ক্রিকেটার অথর্ব তাইডে (১৮৫ বলে ৭২ রান) নিশ্চিত করে দিলেন যে, ইরানি ট্রফি থাকবে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাবিনেটেই। এছাড়াও ওপেনার সঞ্জয় রামস্বামী (৪২) এবং মোহিত কালে (৩৭)-ও উল্লেখযোগ্য অবদান রাখেন।
পঞ্চম দিনের পিচে দলের ব্যাটসম্যানরা প্রায় ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে পেরেছেন, এটা নিশ্চিতভাবেই সন্তুষ্ট করবে দলের অধিনায়ককে।
গতকালের ১ উইকেটে ৩৭ রান নিয়ে এদিন খেলা শুরু করেছিল বিদর্ভ।
সংক্ষিপ্ত স্কোর: অবশিষ্ট ভারত ৩৩০ এবং ৩ উইকেটে ৩৭৪ ডিক্লেয়ার
বিদর্ভ ৪২৫ ও ৫ উইকেটে ২৬৯