দেখুন: সাক্ষাৎকার চলাকালে আচমকা পিছন থেকে ধেয়ে এল বল, ক্যাচ লুফে সাংবাদিককে রক্ষা করলেন অ্যালিস্টার কুক
ABP Ananda, web desk | 29 Jun 2017 03:33 PM (IST)
চেমসফোর্ড: স্লিপ ফিল্ডারদের অনেক সময় সারাটা দিন একটা সুযোগের অপেক্ষায় অপেক্ষা করতে হয়। কোনও একটা সুযোগ পেলে সেটাকে কাজে লাগানো না গেলে দলের ক্ষতি। তাই স্লিপ ফিল্ডারদের বাড়তি মনঃসংযোগ ও রিফ্লেক্স দেখাতে হয়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এমনই একটা রিফ্লেক্স দেখালেন। তবে খেলার সময় নয়। খেলার ফাঁকে সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময়।মাঠের বাইরে ইংল্যান্ড কাউন্টি গিলে এসেক্স ও মিডলসেক্সের মধ্যে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। কুক দাঁড়িয়েছিলেন মাঠের পিছন দিকে ফিরে।সাক্ষাৎকার চলাকালে পিছন থেকে একটা বল ছুটে আসে। সাংবাদিকের মুখে আছড়ে পড়ার আগে দুরন্ত তত্পরতায় বলটা ধরে ফেললেন কুক। নিঃসন্দেহে চোট পাওয়ার হাত থেকে ওই সাংবাদিককে রক্ষা করলেন কুক। দেখুন ঘটনাটি