অ্যাডিলেড: বিগ ব্যাশ লিগে অসাধারণ একটি ক্যাচ ধরে চমকে দিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের বোলার বেন লাফলিন। মাইকেল নেসেরের বলে লং অফে অনেকটা ছুটে গিয়ে শরীর ছুঁড়ে অ্যারন ফিঞ্চের ক্যাচ ধরেছেন লাফলিন।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে মেলবোর্ন রেনেজেডস। ৬ নম্বর ওভারে নেসেরের বলে লফটেড ড্রাইভ করেন ফিঞ্চ। বলটি অনেকটা উঁচু হয়ে লং অফ বাউন্ডারির দিকে যাচ্ছিল। কভার অঞ্চল থেকে ছুটে গিয়ে ক্যাচ ধরে নেন লাফলিন।

দেখুন সেই ক্যাচ