সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং বারবাডোজ ট্রাইডেন্টসের মধ্যে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। বাউন্ডারি লাইনের ধারে একটি ক্যাচ ধরতে দুদিক থেকে কায়রন পাওয়েল ও দক্ষিণ আফ্রিকার জেজে স্মুটস ছুটে আসেন। দুজনেরই লক্ষ্য ছিল বলের দিকে। একে অপরকে ছুটে আসতে কেউই দেখেননি। শেষপর্যন্ত একে অপরকে ধাক্কা মারেন তাঁরা। পাওয়েলকে মাঠে অ্যাম্বুলেন্স নিয়ে এসে হাসপাতালে ভর্তি করতে হয়। তিনি বর্তমানে চিকিত্সাধীন।
স্মুটের আঘাত ততটা গুরুতর নয়। তিনি কয়েক মিনিট পরেই মাঠে ফিরে আসেন এবং পরে দলের হয়ে ওপেনও করেন।