মুম্বই: ক্রিকেট খেলায় হরভজন সিংহের পারদর্শিতা সম্পর্কে সকলেই পরিচিত। কিন্তু, ক্রিকেটের বাইরেও অন্য খেলায় ‘টার্বুনেটর’ কতটা স্বাচ্ছন্দ্য,  তা হয়ত অনেকেই জানেন না।


সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন হরভজন। সেখানে আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স-এর এই সদস্যকে দেখা যাচ্ছে সতীর্থদের সঙ্গে ক্রিকেটের ‘ভারতীয় সংস্করণ’ বলে পরিচত – গুলি-ডান্ডা খেলছেন।


আর শুধু খেলাই নয়,  ডান্ডার বাড়ি মেরে 'গুলিকে' একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ভাজ্জি!





হরভজন জানান, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জিতে উঠে পরের দিন তাঁরে এভাবেই সেলিব্রেট করেছেন। ৩৬ বছরের ক্রিকেটার বলেন, গুলি-ডান্ডা হল তাঁর ছোটবেলার পছন্দের খেলা। ভিডিওতেই পরিষ্কার, খুব ভুল বলেননি তিনি।


[embed]https://twitter.com/hardikpandya7/status/851403958367264769[/embed]

হরভজন, লাসিথ মালিঙ্গা ও ম্যাক ক্লেনাহানের সঙ্গে ‘গ্রুপফি’ তুলে টুইটারে ছবি পোস্ট করেন মুম্বই ইন্ডিয়ান্সের আরেক ক্রিকেটার হার্দিক পাণ্ড্য।