নয়াদিল্লি: মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত কউরের ১১৫ বলে ১৭১ রানের চোখধাঁধানো ইনিংস ক্রিকেট মহলে শোরগোল ফেলেছে। ওই ইনিংসের সময়ই হরমনপ্রীত এমন কিছু করেন যাতে সঙ্গী ব্যাটসম্যানের চোখে জল চলে আসে।
ওই সময় ৯৮ রানে ব্যাট করছিলেন হরমনপ্রীত। স্ট্রাইকিং প্রান্তে ছিলেন তিনি। একটা শট খেলে রান নিতে দৌড়ন তিনি। প্রথম রান নিয়ে দ্বিতীয় রানটি নিতে চাইছিলেন তিনি। কিন্তু সঙ্গী ব্যাটসম্যান দিপ্তী শর্মা প্রথমটায় দ্বিতীয় রান নিতে চাইছিলেন না। শেষপর্যন্ত কোনওরকমে দ্বিতীয় রানটি হয়। দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত। কিন্তু দীপ্তির দ্বিধাগ্রস্ততার জন্য দুই ব্যাটসম্যানই প্রায়  রান আউট হতে বসেছিলেন। তাই শতরান পূর্ণ করার খুশির বদলে হরমনপ্রীত দীপ্তির ওপর নিজের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
দীপ্তিকে বকাঝকাও করেন হরমনপ্রীত। এতে দীপ্তি কেঁদে ফেলেন।




কিন্তু ম্যাচের শেষ অবশ্য সব কিছু ঠিকঠাক হয়ে যায়। দীপ্তির কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। দীপ্তিও দলের জয়ের আনন্দের মধ্যে অন্য কোনও কিছু মনে রাখতে চাননি।  ওই ঘটনার ব্যাপারে হরমনপ্রীত বলেছেন, তিনি চাইছিলেন না, ইনিংসের ওই মুহূর্তে দলের কোনও উইকেট পড়ুক। তাই উইকেট পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় তাঁর রাগ হয়ে গিয়েছিল।
দীপ্তির প্রশংসাও করেছেন হরমনপ্রীত। তিনি বলেছেন, দীপ্তিকে স্ট্রাইক দিতে বলেছিলেন। সেই কাজটা দারুন করেছেন দীপ্তি।