টেস্ট খেলার যোগ্যতা পাওয়ার পর প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, পরের দু’টি ম্যাচেই জয় পেয়েছেন রশিদরা। নভেম্বরে দেহরাদুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরবর্তী টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। দেখুন, বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ের পর শিশুদের উল্লাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Web Desk, ABP Ananda | 10 Sep 2019 03:01 PM (IST)
এই ভিডিওটি পোস্ট করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চিফ এগজিকিউটিভ শফিক স্তানিকজাই।
কাবুল: ক্রিকেটজ্বরে আক্রান্ত আফগানিস্তান। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট জয়ের পর রশিদ খানরা জাতীয় নায়কের মর্যাদা পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আফগানিস্তানের শিশুরা টিভিতে খেলা দেখার সময় জয়ের আনন্দে লাফাচ্ছে। এই ভিডিওটি পোস্ট করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চিফ এগজিকিউটিভ শফিক স্তানিকজাই। তিনি অধিনায়ক রশিদের পাশাপাশি চট্টগ্রাম টেস্টের পরেই অবসর নেওয়া মহম্মদ নবিরও প্রশংসা করেছেন।