মুম্বই: দিনটি ছিল আজকের মতোই ১৭ অক্টোবর। সাল ২০০৮। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ক্রিকেটের সর্বোচ্চ মাইলফলক ছুঁয়েছিলেন সচিন রমেশ তেন্ডুলকর। ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারাকে টপকে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন সচিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালি টেস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ব্যাট করছেন সচিন। অজি স্পিডস্টার পিটার সিডলের বল থার্ড ম্যানের দিকে ঠেলে দিয়ে রান নিলেন তেন্ডুলকর। আর সেই রানের সঙ্গেই সচিন পৌঁছে যান ১১ হাজার ৯৫৫ রানে। সেদিন পর্যন্তও ১১ হাজার ৯৫৩ রান করে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক ছিলেন ব্রায়ান লারা। মোহালি টেস্টে লারাকে টপকে যান সচিন। সোনায় বাঁধানো সেই মুহূর্তের ভিডিও-ই আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। যা দেখার পর স্বাভাবিক ভাবেই নস্ট্যালজিয়ায় অনুরাগীরা।
প্রসঙ্গত, সচিনের ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার এমন আরও অনেক স্বর্ণখচিত মুহূর্তের সাক্ষ্মী। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক একশো শতরান। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান (১৫ হাজার ৯২১) সহ ৫১টি শতরা। ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রান (১৮ হাজার ৪২৬) সহ ৪৯টি শতরান। সর্বাধিক ২০০টি টেস্ট খেলার নজির, সবই রয়েছে ভারতীয় এই কিংবদন্তীর ঝুলিতে।
এই মুহূর্তে সচিনকে তাড়া করছেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক তথা ‘রানমেশিন’ বিরাট কোহলি। সচিনের ৪৯টি ওয়ান ডে শতরানের পরই ৪৩টি শতরান করে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। টেস্ট ক্রিকেট ইতিমধ্যেই ২৫টি শতরান করে ফেলেছেন তিনি। আগামী দিনে সচিনের রেকর্ড ভাঙবেন বিরাট, এমন আশা রয়েছে অনেক ক্রিকেট অনুরাগীর। সচিন নিজেও মনে করেন বিরাট কিংবা রোহিতই (শর্মা) তাঁর রেকর্ড ভাঙবেন।