মেলবোর্ন: স্টপ গ্যাপ ওপেনার হিসেবে বক্সিং ডে টেস্টে খেলবেন হনুমা বিহারী। ওপেনে ব্যর্থ হলে তাঁর পছন্দের মিডল অর্ডারে ব্যাট করার পর্যাপ্ত সুযোগ পাবেন হনুমা। এমনই আশ্বাস দিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হতে চলেছে ময়াঙ্ক অগ্রবালের। তাঁর সঙ্গে ওপেন করতে দেখা যাবে হনুমা বিহারীকে। দলের দুই ওপেনার কে এল রাহুল ও মুরলী বিজয়ের ব্যর্থতার কারণেই নতুন ওপেনিং জুটি বেছে নিতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
যদিও হনুমা ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ওপেন করেন না। এখনও পর্যন্ত দুটি টেস্ট খেলা হনুমাকে ওপেনার হিসেবে নামিয়ে দেওয়াটা যুক্তিসঙ্গত কিনা, এই প্রশ্নের জবাবে প্রসাদ বলেছেন, পরবর্তী দুটি টেস্টে ওপেনার হিসেবে সফল হতে না পারলেও ওকে মিডল অর্ডারে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।
অন্ধ্রের হয়ে খুব কাছ থেকে হনুমাকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখেছেন প্রসাদ। তাঁর মতে নতুন কোকাবুরা বল সামাল দেওয়ার দক্ষতা হনুমার রয়েছে। নির্বাচক কমিটির প্রধান বলেছেন, টেকনিকের দিত থেকে হনুমা যথেষ্ট দক্ষ। দলের প্রয়োজনে কয়েকবার চেতেশ্বর পূজারাকেও ওপেন করতে হয়েছে। দলের চাহিদা মতোই ওপেন করবেন হনুমা। এই ভূমিকায় হনুমা সফল হবেন বলেও আশাপ্রকাশ করেছেন প্রসাদ।
এমসিজি-তে হনুমার ওপেন করাটা প্রসাদের ১৯৯৯-এর সফরের পুনরাবৃত্তি। ওই সফরে এমসিজি-তে ওপেনারের ভূমিকায় দেখা গিয়েছিল প্রসাদকে। আর ব্রেট লি-র পেস সামলানোটা যে তাঁর পক্ষে সহজ ছিল না, তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসাদ মনে করছেন, হনুমা তাঁর নতুন ভূমিকা সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করবেন।
প্রসাদ বলেছেন, ১৯৯৯-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনার হিসেবে তিনি যে সুযোগ পেয়েছিলেন, তা কাজে লাগাতে পারেননি। তিনি মনে করেন, এই ভূমিকায় সফল হওয়ার মতো সম্পূর্ণ রসদ রয়েছে হনুমার মধ্যে। প্রসাদ বলেছেন, হনুমার টেকনিক নিয়ে তাঁদের কোনও সংশয়ই নেই। ভারতীয় ক্রিকেট দলে হনুমা লম্বা রেসের ঘোড়া বলেও মন্তব্য করেছেন প্রসাদ।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হতে চলেছে ময়াঙ্কের। বর্তমান দুই ওপেনারের খারাপ ফর্মের কারণেই টেস্টে খেলার দরজা খুলে গেল এই তরুণ ওপেনারের সামনে।
ওপেনার হিসেবে ব্যর্থ হলে মিডল অর্ডারে পর্যাপ্ত সুযোগ পাবেন হনুমা, আশ্বাস নির্বাচক কমিটির প্রধানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2018 02:49 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -