রবিবার এবারের খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সেখানে ক্রীড়ামন্ত্রীও ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রীড়ামন্ত্রী বলে বসেন, ভারতের দুই মহিলা অ্যাথলিট রিও অলিম্পিকে সোনা জিতেছেন।
রিও অলিম্পিক চলাকালীন একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। অলিম্পিক শেষ হওয়ার পরেও তাঁকে ঘিরে আলোচনা বন্ধ হচ্ছে না।
ট্যুইটারে এভাবেই ব্যঙ্গ করা হচ্ছে ক্রীড়ামন্ত্রীকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরিও ট্যুইটারে কটাক্ষ করেছেন গোয়েলকে।