রিও ডি জেনেইরো: ফের বিপাকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। এবার ট্যুইটারে দীপা কর্মকারের নামের বানান ভুল লিখে বসলেন তিনি। এখানেই শেষ নয়, স্প্রিন্টার শ্রাবণী নন্দাকে শুভেচ্ছা জানিয়ে যে ট্যুইট করলেন, সেখানে দিলেন অপর এক অ্যাথলিট দ্যুতি চাঁদের ছবি। এই ‘ভুল’ নিয়ে হাসাহাসি শুরু হওয়ার পর সেই ট্যুইট মুছে দিয়ে নতুন ট্যুইটে শ্রাবণীকে যখন ফের শুভেচ্ছা জানালেন এই কাণ্ডের পর ট্যুইটারে ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে ক্রীড়ামন্ত্রীকে নিয়ে।



এর আগে রিওতে অ্যাক্রিডিটেশন না থাকা লোকজনকে নিয়ে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়া, নিরাপত্তারক্ষীদের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। ভারতের শ্যেফ দ্য মিশনকে চিঠি দিয়ে তাঁর নামে অভিযোগ জানিয়েছিল অলিম্পিক আয়োজক কমিটি। এমনকী, ক্রীড়ামন্ত্রীর অ্যাক্রিডিটেশন বাতিল করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেবার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন গোয়েল। তবে এবার ট্যুইট নিয়ে তিনি বিপাকে পড়েছেন।