রাঁচি: প্রথমে মুম্বইয়ের কাছে হার। পরের ম্যাচে দুর্বল মিজোরামকে হারালেও, তৃতীয় ম্যাচে ফের পরাজয়। এবার শেষ বলের থ্রিলারে। মহারাষ্ট্রের কাছে। তবে বৃহস্পতিবার পুদুচেরিকে ৮ উইকেটে হারিয়ে দিল বাংলা। ফিরল জয়ের সরণিতে। সেই সঙ্গে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) নক আউটের দৌড়েও টিকে রইল বাংলা (Bengal Cricket Team)।
বৃহস্পতিবার রাঁচিতে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিল বাংলা। পুদুচেরি অবশ্য নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। বাংলার বোলিংয়ের বিরুদ্ধে ৪৩.২ ওভারে মাত্র ১৯৭ রানে অল আউট হয়ে যায় পুদুচেরি। বাংলার বোলারদের মধ্যে সেরা গীত পুরি। মাত্র ২৪ রানে ৩ উইকেট নেন তিনি। ২৫ রানে ৩ উইকেট শাহবাজ আমেদের। মুকেশ কুমার ৪০ রানে ২টি ও বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ৫০ রানে ২ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। মাত্র ৮ রান করে। তবে তিন নম্বরে ব্যাট করতে নেমে ভরসা হয়ে ওঠেন অনুষ্টুপ মজুমদার। তরুণ ওপেনার সুদীপ কুমার ঘরামিও ব্য়াট হাতে প্রতিরোধ গড়ে তোলেন। ৬৯ বলে ৫৬ রান করে ফেরেন সুদীপ। অনুষ্টুপকে অবশ্য টলানো যায়নি। ১০৬ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন অভিজ্ঞ তারকা। আরেক অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি ৩৩ বলে ৩২ রানে ক্রিজে ছিলেন। ৩৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাংলা।
এই ম্যাচ জেতায় বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপ ই-তে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে রেলওয়েজ। ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। রান রেটে রেলওয়েজের চেয়ে সামান্য পিছিয়ে তারা। বাংলার পিছনে রয়েছে পুদুচেরি (৮ পয়েন্ট), মুম্বই (৪ পয়েন্ট), সার্ভিসেস (৪ পয়েন্ট) ও মিজোরাম (০)। টুর্নামেন্টের ফর্ম্যাট অনুযায়ী, ৫টি গ্রুপের প্রথম স্থানে থাকা ৫টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। দ্বিতীয় স্থানে থাকা ৫টি দল এবং সেরা তৃতীয় দল, সব মিলিয়ে ৬ দলের তিনটি প্রি-কোয়ার্টার ফাইনাল হবে। সেখান থেকে বিজয়ী তিন দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে। সব মিলিয়ে ১১টি দল নক আউটে যাবে।
বাংলা শিবির নক আউটে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। বাংলার পরের ম্যাচ শনিবার। প্রতিপক্ষ, গ্রুপ শীর্ষে থাকা রেলওয়েজ। সেই ম্য়াচে লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা জিতলে নক আউটের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলা।
আরও পড়ুন: সরফরাজ এত রান করেও ব্রাত্য, সুযোগ না পেলে ভেঙে পড়ি না, বলছেন জয়ের নায়ক অনুষ্টুপ