দুই ব্যাটসম্যানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫০ ওভারের ম্যাচ মাত্র ৩৪ বলে জিতে নিল মুম্বই
অন্যদিকে, আদিত্য ১১ বলে ৩ বাউন্ডারি ও ৪ ওভারবাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন। ফলে ৫০ ওভারের ম্যাচ মাত্র ৫.৪ ওভারেই জিতে নেয় মুম্বই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূর্যকুমার ১১ বলে ৪ বাউন্ডারি ও ৩ ওভারবাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন।
তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৫.৪ ওভারে ৯৯ রান তুলে জয়ী হয় মুম্বই।
আরও এক ওপেনার দ্রুত আউট হয়ে যান।সূর্য কুমার যাদব ও আদিত্য তারের জুটি ক্রিজে আসার পর ব্যাটিংয়ে ঝড় তোলে মুম্বই।
রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই।
গোয়া টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক নায়ার (৪/২৩) এবং ধবল কুলকার্নি (৩/১৭)-র বোলিংয়ের সামনে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে যায়।
বিজয় হজারে ট্রফির সপ্তম রাউন্ডে গ্রুপ সি-তে গোয়ার বিরুদ্ধে ম্যাচ রোহিত শর্মা ব্যর্থ হলেও মুম্বই মাত্র ৫.৪ ওভারেই জিতে নিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -