তিরুঅনন্তপুরম: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে বাংলাকে। কোয়ার্টার ফাইনালে কর্নাটকের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সুদীপ চট্টোপাধ্যায়দের (Sudip Chatterjee)। বুধবার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অভিযান শুরু করছে বাংলা। লিস্ট এ টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ বঢোদরা (Bengal vs Baroda)। সেই ম্যাচের আগে বাংলা শিবিরকে চিন্তায় রাখছে তিরুঅনন্তপুরমের বাইশ গজ।


কেন? ম্যাচের আগের দিন বাংলার কোচ অরুণ লাল (Arun Lal) বলেছেন, 'গত ২ বছরে এখানে কোনও ম্য়াচ হয়নি। ঘরোয়া ক্রিকেটের খেলা তো হয়ইনি, স্থানীয় ক্রিকেটের ম্যাচও হয়নি। তাই পিচ কেমন আচরণ করবে, বোঝা যাচ্ছে না। দেখে ঠিকঠাকই মনে হচ্ছে কিন্তু বাইশ গজ শেষ পর্যন্ত কেমন হবে, তা নিয়ে ধাঁধা থেকে যাচ্ছে। মনে হচ্ছে আড়াইশো রানের কাছাকাছি কিছু একটা উঠবে।'


এই টুর্নামেন্টে বাংলা দলে ফিরেছেন অনুষ্টুপ মজুমদার। যিনি সীমিত ওভারের ক্রিকেটে গত মরসুমে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁকে দলে রাখেননি বাংলার নির্বাচকেরা। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছিল যে, নতুন মুখ তুলে আনার লক্ষ্যেই দল গড়েছেন তাঁরা। এমনকী, কোনও কোনও মহল থেকে এও বলা হয় যে, অনুষ্টুপ নাকি নিজেই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে চাননি। রঞ্জি ট্রফির নকশায় অবশ্যই রয়েছেন তিনি। তবে তাতে বিতর্ক থামেনি।


অবশেষে ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির দলে ফেরানো হয়েছে তাঁকে। আর বুধবার প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলার কোচ জানিয়ে দিয়েছেন, দলের অন্যতম ভরসার জায়গা অনুষ্টুপ। অরুণ লাল বলেছেন, 'আমরা একটা নতুন টুর্নামেন্টে নামব। ফর্ম্যাটটাও নতুন। এই ফর্ম্যাটে অনেকদিন আমরা খেলিনি। তবে প্রস্তুতি ভাল হয়েছে। আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। অনুষ্টুপ, সুদীপ, শ্রীবৎস গোস্বামীদের ওপর আমরা অনেকটা নির্ভর করে রয়েছি। এরা প্রত্যেকেই অভিজ্ঞ।'


তিরুঅনন্তপুরমে খোঁজ নিয়ে জানা গেল, বঢোদরার হয়ে এই ম্যাচে খেলছেন না হার্দিক পাণ্ড্য। তবে রয়েছেন তাঁর দাদা, ক্রুণাল পাণ্ড্য। হার্দিক বঢোদরা ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন যে, তিনি রিহ্যাবের জন্য মুম্বইয়ে রয়েছেন। তাই তিনি এই টুর্নামেন্টে খেলবেন না। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্সের জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রুণাল। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কেদার দেওধর।