মুম্বই: ভারতের কাছে টেস্ট সিরিজ হারের পরই বড় ধাক্কা খেলে নিউজিল্যান্ড শিবির (Ind vs NZ)। চোটের জন্য বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন দলের সবচেয়ে বড় তারকা।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) কনুইয়ের চোটের কারণে অন্তত দুই মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে গেলেন। মঙ্গলবার কিউয়ি কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে জানুয়ারিতে দুই টেস্টের হোম সিরিজ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।
কনুইয়ের এই চোটের কারণে উইলিয়ামসন ভারতের বিপক্ষে মুম্বইতে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি । যে টেস্টে সোমবার নিউজিল্যান্ড ৩৭২ রানে হেরে সিরিজ ১-০-এ হেরে গিয়েছে । কিউয়িরা দেশে ফেরার আগে স্টিড বলেন, ‘উইলিয়ামসন এমনিতে ঠিক আছে। তবে আমি শুরু থেকেই বলেছিলাম যে, এই চোট দীর্ঘস্থায়ী হবে। শেষ বার প্রায় আট-নয় সপ্তাহ লেগেছিল। আমি আশা করছি, এ বারও ওর সেরে উঠতে সেই রকমই সময় লেগে যাবে।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ না পেলে ভেঙে পড়ব না, বলছেন কিউয়ি বধের অন্যতম নায়ক
তবে স্টিড জানিয়েছেন, উইলিয়ামসনের অস্ত্রোপচারের সম্ভাবনা কম। পাশাপাশি কিউয়ি কোচ এটাও জানিয়েছেন যে, ফেব্রুয়ারি এবং মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে উইলিয়ামসন পুরো ফিট হয়ে উঠবেন কি না, সেটা এখনই বলার সময় আসেনি। স্টিড বলেছেন, ‘আমার মনে হয়, উইলিয়ামসনের অস্ত্রোপচার করাতে লাগবে না । যে কোনও অস্ত্রোপচারের পর একটা নির্দিষ্ট সময়ের রিহ্যাব দরকার পড়ে। যদি সেটা না হয়, তা হলে রিহ্যাব করতে হবে না। আসলে উইলিয়ামসন নিজেও ক্রিকেটকে ভালোবাসে। কোনও ভাবেই মাঠের বাইরে থাকতে চায় না।’
আরও পড়ুন: 'কেউই বাইরে বসতে চায় না,' পন্থের কাছে জায়গা হারানোর আশঙ্কা নিয়ে ভাবছেন না ঋদ্ধি
কনুইয়ের এই চোট আগেও ভুগিয়েছে উইলিয়ামসনকে।