রিও ডি জেনেইরো: রিও অলিম্পিক শুরু হওয়ার চার দিন আগেও গেমস ভিলেজ নিয়ে বিতর্ক থামছে না। এবার জার্সি, ল্যাপটপ চুরি হওয়ার অভিযোগ করলেন এবার অস্ট্রেলিয়ার অ্যাথলিটরা। অস্ট্রেলিয়ার শেফ ডে মিশন কিটি চিলার বলেছেন, শুক্রবার অগ্নিকাণ্ডের সময় যখন তাঁরা গেমস ভিলেজের বাইরে চলে গিয়েছিলেন, সেই সময়ই সাইক্লিস্ট দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তির ল্যাপটপ এবং বেশ কয়েকটি জার্সি চুরি হয়েছে। দমকলের কর্মীরাই চুরি করেছেন।

 

শুক্রবার হঠাৎই গেমস ভিলেজে আগুন লেগে যায়। সেই সময় সেখানে ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাথলিটরা। আগুনের হাত থেকে বাঁচতে তাঁরা বাইরে চলে যান। চিলারের অভিযোগ, পঞ্চম তল থেকে ল্যাপটপ চুরি হয়। তথ্য-প্রযুক্তি বিভাগেও হানা দিয়েছিল চোর। তবে সেখান থেকে কিছু চুরি যায়নি। তিনি দমকলের তিন কর্মীকে জার্সি চুরি করে পালাতে দেখেছেন বলেও দাবি করেছেন চিলার।

 

গেমস ভিলেজের ব্যবস্থাপনার ত্রুটি নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা অভিযোগ শোনা যাচ্ছিল। অগ্নিকাণ্ড এবং চুরির অভিযোগ তাতে নতুন মাত্রা যোগ করেছে। অস্ট্রেলিয়া দলের এই অভিযোগের পর আয়োজকরা গেমস ভিলেজের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন।