ডমিনিকা: এক দশকেরও অধিক সময় ধরে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) কোনওরকম আইসিসি খেতাব জিততে পারেনি। মাসখানেক আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছিল ভারত। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ১- উইকেটে পরাজিত হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। শক্তিশালী দল থাকা সত্ত্বেও বারংবার খেতাব জয়ের ব্যর্থতার কারণ তুমুল সমালোচনার শিকার হতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

  


ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট (IND vs WI 1st Test) ম্যাচের আগেও রোহিতকে ভারতের আইসিসি ট্রফি জয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয়। রোহিত প্রশ্নের জবাবে মনে করিয়ে দেন যে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের একাধিক তারকা চোটের কারণে বড় টুর্নামেন্টগুলি খেলতেই পারেননি। তিনি বলেন, 'সবার আগে তো আমি দলের সকল খেলোয়াড়দের ফিট দেখতে চাই। সবার আগে তো বলব চোট আঘাত নিয়ে চিন্তাভাবনা করতে চাই না। চাই দলের ১০০ শতাংশ খেলোয়াড় যেন ফিট থাকে।'


তিনি আরও যোগ করেন, 'আমার ধারণা আমরা যদি ভাল ক্রিকেট খেলতে থাকি, তাহলে সবকিছু ঠিকঠাক হতে বাধ্য। বছরের পর বছর ধরে আমরা অনেক কিছুই ভাল করেছি। তবে দিনের শেষে মাঝে মাঝে তো ভাগ্যটাও প্রয়োজন হয়। বিগত পাঁচ-ছয় বছর ধরে আমরা সম্ভবত বিশ্বের সর্বত্র জয় পেয়েছি। তবে হ্যাঁ, খেতাব জেতাটাও গুরুত্বপূর্ণ। যতক্ষণ না সেই খেতাব জিততে পারছি, ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব।'


প্রসঙ্গত, বুধবার প্রথম টেস্টের আগে রোহিত ডমিনিকার মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গী হিসাবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটও ছিলেন। ম্যাচের আগে ডমিনিকার ক্রীড়ামন্ত্রী গ্রেটা রবার্টসের সঙ্গে দেখা করে বেশ খানিকটা সময় কাটান দুই দলের অধিনায়ক। রবার্টসের সঙ্গে এক ফ্রেমে ধরাও দেন দুই অধিনায়ক। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারের ছবি পোস্ট করে লেখা হয়, 'ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট সংস্কৃতি, যুবকল্যাণ, ক্রীড়া ও গোষ্ঠী উন্নয়ন মন্ত্রী, মাননীয়া গ্রেটা রবার্টসের সঙ্গে ডমিনিকায় কিছুটা সময় কাটান।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?