মুম্বই: দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা চলছে। ভারতীয় ক্রিকেট মহল ও বলিউডে কান পাতলেই শোনা যায় যে, কে এল রাহুলের সঙ্গে প্রেম করছেন সুনীল শেট্টির কন্যা আথিয়া। দুজনে এ নিয়ে সরাসরি মুখ খোলেননি। তবে এবার ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া। রাহুলের সঙ্গে তাঁর একটি সেলফি শেয়ার করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যা দেখার পর দুজনের সম্পর্ক নিয়ে তীব্রতর হয়েছে জল্পনা।
আথিয়া ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি নিয়ে একটি চ্যালেঞ্জ খেলছিলেন। সেখানেই এক ভক্ত আথিয়াকে তাঁর ও রাহুলের একটি না দেখা ছবি শেয়ার করতে বলেন। আথিয়া রাহুলের সঙ্গে তাঁর ছবিটি শেয়ার করেন। যে ছবি আগে কখনও দেখা যায়নি।
আথিয়া এবং রাহুল তাইল্যান্ডে নতুন বছর উদযাপনের জন্য যান। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দেন ফ্যাশন ডিজাইনার বিক্রম ফান্দিস। তিনি আথিয়ার একটি পোস্টে মন্তব্য করেন, তুমি নিশ্চই এখন খুব উচ্ছ্বসিত? কে এলের কাছে চলে যাও। কুয়ালালামপুর। বিক্রম ফান্দিসকে উত্তরে তিনি বলেন, তোমাকে ব্লক করার সময় এসে গিয়েছে। বিক্রম বলেন, আমি আম্পায়ারের কাছে অভিযোগ জানাব। তোমার উইকেট পড়ে গলে, বাড়ি ফিরে যেতে হবে।
এর আগে আথিয়া ও রাহুল একে অপরের পোস্টে কমেন্ট করেছেন। ফুল নিয়ে একবার পোজ দিয়েছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি। কেএল রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। এই আবহে আথিয়ার পোস্টে কমেন্ট করলেন রাহুল। ফুল তাঁর কতটা পছন্দের তা বোঝা যায় এই পোস্টেই। সেখানে ভালবাসা জানান ক্রিকেটার। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেন তাঁরা। রাহুল সদ্য অস্ট্রেলিয়া সফরে রাস্তায় তাঁর হাঁটার একটি ছবি পোস্ট করেছিলেন। তাতে লাভ ইমোজি দিয়েছিলেন আথিয়া।
তবে তাঁরা সম্পর্কে আছেন কি না তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। এ বিষয়ে উঠে আসে আথিয়ার ভাই অহনের প্রসঙ্গ। এক সাক্ষাৎকারে আথিয়ার বাবা সুনীল শেট্টি বলেন, অহনের বান্ধবীকে আমরা পছন্দ করি। আথিয়া কাউকে পছন্দ করতেই পারে। আমার তা নিয়ে কোনও সমস্যা নেই। ওদের সুখে থাকাটাই আসল ব্যাপার। আশা করি আমার স্ত্রীরও মেনে নিতে কোনও সমস্যা হবে না।
কে এল রাহুলের সঙ্গে সেলফি পোস্ট আথিয়ার, সম্পর্ক নিয়ে জল্পনা আরও তীব্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2021 06:03 PM (IST)
দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা চলছে। ভারতীয় ক্রিকেট মহল ও বলিউডে কান পাতলেই শোনা যায় যে, কে এল রাহুলের সঙ্গে প্রেম করছেন সুনীল শেট্টির কন্যা আথিয়া। দুজনে এ নিয়ে সরাসরি মুখ খোলেননি। তবে এবার ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -