দেখুন, গোয়ার বিমানবন্দরে হ্যাজেলের সঙ্গে ভাংরা নাচলেন যুবরাজ
Web Desk, ABP Ananda | 04 Dec 2016 02:51 PM (IST)
ভাস্কো ডা গামা: যুবরাজ সিংহ ও তাঁর নববধূ হ্যাজেল কিচের ভাংরা নাচে মাতোয়ারা হল গোয়ার বিমানবন্দর। তাঁদের এই নাচের দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। ৩০ নভেম্বর চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে যুবরাজ ও হ্যাজেলের বিয়ে হয়েছে। তারপর তাঁরা হিন্দু মতে বিয়ে করার জন্য গোয়ায় যান। সেখানে বিনোদন ও ক্রিকেটজগতের নক্ষত্ররা হাজির ছিলেন। সেখানেও নাচ-গান হয়। নজর কেড়ে নেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। যুবরাজের বিয়ের অনুষ্ঠান এখনও শেষ হয়নি। সাত তারিখ নয়াদিল্লিতে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক জগতের লোকেরা আমন্ত্রিত। দেখুন, যুবরাজ ও হ্যাজেলের সেই নাচের দৃশ্য