Virat Kohli 100th Test: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে নয়া মাইলস্টোন স্পর্শ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামলেন ভারতীয় দলের এই ব্যাটিং স্তম্ভ। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে কোহলির হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দিলেন ভারতীয় দলের কোচ কথা প্রাক্তন তারকা ব্যাটার রাহুল দ্রাবিড়। কেরিয়ারের এই মাহেন্দ্রক্ষণে কোহলির পাশেই দেখা গেল তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে।
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট শুরুর আগে কোহলিকে সম্বর্ধনা দেওয়া হয়। রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ক্যাপ নিয়ে কোহলি বলেছেন, এটা আমার কাছে একেবারেই বিশেষ একটা মুহূর্ত। আমার পরিবারের সবাই এখানে রয়েছে। আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। আর শততম টেস্ট ক্যাপ পেলাম আমার ছোটবেলার নায়কের কাজ থেকে। এটা দুর্দান্ত একটা ব্যাপার।
দ্রাবিড় যখন কোহলির হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দিচ্ছিলেন, তখন তাঁর পিছনে দাঁড়িয়ে ছিলেন দলের সমস্ত সদস্যরা। বলাই বাহুল্য টি ২০ ক্রিকেটের রমরমার যুগে একশো টেস্ট খেলা নিঃসন্দেহে অসাধারণ একটা কৃতিত্ব।
আর মোহালি দেখল আশ্চর্য সমাপতনও। এই আইএস বিন্দ্রা স্টেডিয়ামেই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। আর এই ঘটনা তাঁকে নিঃসন্দেহে উদ্দীপ্ত করবে। উল্লেখ্য, বিগত কয়েক বছর টেস্টে ব্যাট হাতে সেভাবে সাফল্য পাননি কোহলি। ২০১৯-র পর তাঁর ব্যাট থেকে আসেনি কোনও শতরান।
শততম টেস্টের আগে কোহলি বলেছিলেন, এখনও খেলাটা নিয়ে আমি খুবই আবেগপ্রবণ। এখনও দেশকে অনেক ম্যাচ জেতাতে চাই। খেলা শুরু করার দিন থেকে সেটাই আমার লক্ষ্য ছিল। বরাবরই ভেবেছি দেশের হয়ে খেলব আর ভারতকে জেতাব। এখনও সেভাবেই ভাবি। পরিসংখ্যান, রেকর্ড সেসব হচ্ছে মাঠের বাইরের লোকেদের কল্পনা। আমি কোনও দিন সেসব নিয়ে ভাবিনি।
বিসিসিআই-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি আরও বলেন, 'আমার টেস্ট খেলাটা ভাগ্যের জোরে নয়। প্রচুর পরিশ্রম করেছি। বরাবর মনে করেছি ক্রিকেটের বিশুদ্ধ ফর্ম্যাট হল টেস্ট ক্রিকেট। আমার হৃদয় দিয়েছি টেস্ট ক্রিকেটকে। গর্বের সঙ্গে সেটা বলতে পারি। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা আমার সৌভাগ্য বলে মনে করি।
উল্লেখ্য, মোহালি টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।