সৌরভ বন্দ্যোপাধ্যায়, চাঁপদানি (হুগলি): ত্রিশঙ্কু (Hung) চাঁপদানিতে তারাই বোর্ড গঠন করতে চলেছে বলে দাবি করল তৃণমূল (TMC)। শাসক দলের দাবি, নির্দলদের বড় অংশই তাদের সমর্থন করেছেন। স্বাভাবিকভাবেই এই নিয়ে শাসকদলের দিলের কটাক্ষ ছুড়েছে বিজেপি (BJP)।
চাঁপদানি পুরসভার তৃণমূল নেতা ও প্রাক্তন চেয়ারম্যান সুরেশ মিশ্রের বক্তব্য, 'যে ৬ জন নির্দল প্রার্থী রয়েছেন, তাঁরা লিখিতভাবে জমা দিয়েছেন যে বিনা শর্তে তাঁরা তৃণমূলকে সমর্থন করবেন। সুতরাং বোর্ড গঠন নিয়ে কোনও সমস্যা নেই।'
তাহলে কি ত্রিশঙ্কু-জট কাটছে হুগলির চাঁপদানি পুরসভার? তৃণমূলের দাবি, নির্দলদের বড় অংশই তাদের পাশে দাঁড়ানোয় বোর্ড গড়া এখন কেবল সময়ের অপেক্ষা। চাঁপদানি পুরসভার, ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১১টি আসনে। এই পুরসভায় ১০টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। ১টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।
এই প্রেক্ষাপটে বোর্ড গড়তে তৃণমূলের প্রয়োজন অন্যের সমর্থন। শাসক দলের দাবি, ৬ জন নির্দল প্রার্থী তাঁদেরকে লিখিতভাবে পাশে থাকার কথা জানিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে জয়ী ৬ নির্দল প্রার্থী শাসক দলকে সমর্থন করার কথা জানিয়েছেন, তাঁদের মধ্যে একজনকে আগেই বহিষ্কার করে তৃণমূল।
গত কয়েকটি পুরভোটে চাঁপদানিতে ফ্যাক্টর হয়েছিল নির্দলরা। গত পুরভোটে তৃণমূল বোর্ড গড়লেও ৪টি ওয়ার্ডে জিতেছিল নির্দলরা। ২০১০ সালের পুরভোটের পর নির্দলের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। সুরেশ মিশ্রের কথায়, 'চাঁপদানিতে নির্দল একটা ট্র্যাডিশন। তবে সে ভুল করেছিল, ভুল বুঝেছে। বলেছে আমার সমর্থন থাকবে।'
সব মিলিয়ে চাঁপদানিতে বোর্ড গঠন ঘিরে এবারও ফ্যাক্টর হয়ে উঠল নির্দলরা।