নর্থ সাউন্ড: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে ভারত। ম্যাচের তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৬০ রানে এগিয়ে ভারত। তার চেয়েও ইতিবাচক বলতে, ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি এবং প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ স্কোরার অজিঙ্ক রাহানে। দুজনই অপরাজিত হাফসেঞ্চুরি করে। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১০৪ রান যোগ করেছেন তাঁরা। কোহলি ৫১ ও রাহানে ৫৩ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৮৫/৩।


তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ক্রিজে সেট হয়ে গিয়েও বড় রান করতে ব্যর্থ কে এল রাহুল। প্রথম ইনিংসে ৪৪ রান করে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে কর্নাটকের ওপেনার ৩৮ রান করে ফিরলেন। দিনের খেলার শেষে রাহুল বলেছেন, ‘রান পেলে টেকনিক কোনও বড় বিষয় নয়। তাই ক্রিজে সময় কাটানোটা জরুরি ছিল। খুব হতাশ। যদিও বেশ কয়েকটা ইতিবাচক ব্যাপার হচ্ছে। তবে উইকেটে গিয়ে আরও ধৈর্য দেখাতে হবে। ৩৫-৪৫ রান করার পর ভাল দিকগুলোয় আরও মনোনিবেশ করতে হবে। ভালই ব্যাট করছি। ৬০-৮০টা বল ভাল খেলছি। তবে ২০০-২৫০টা বল ভালভাবে খেলতে হবে।’

তার আগে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২২২ রানে অল আউট করে দেয় ভারত। ইশান্ত শর্মা ৪৩ রানে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট রবীন্দ্র জাডেজা ও মহম্মদ শামির। যশপ্রীত বুমরা নিয়েছেন ১টি উইকেট।