মুম্বই: বিরাট কোহলি বনাম বিসিসিআই দ্বন্দ্বে এবার নির্বাচকদের একহাত নিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় অলরাউন্ডার কীর্তি আজাদ (kirti azad)। বিরাট কোহলিকে ওয়ান ডে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিরাট কোহলি (virat kohli) একা যা ম্যাচ খেলেছেন, জাতীয় নির্বাচকরা সবাই মিলে তার অর্ধেক ম্যাচও খেলেননি। কোহলিকে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেবিষয়ে মন্তব্য করতে গিয়ে কার্যত এমনই বিতর্কিত কথা বলে বসলেন কীর্তি আজাদ।


কীর্তি আজাদ এক সাক্ষাৎকারে বলছিলেন, 'যদি এটা নির্বাচকদের সিদ্ধান্ত হয়ে থাকে, তবে তাদের উচিত ছিল বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা। আমি নিজেও যখন জাতীয় নির্বাচক ছিলাম, সাধারণত দল বেছে নেওয়ার পর তা বোর্ড সভাপতির কাছে পাঠানো হতো। বোর্ড প্রেসিডেন্ট দল দেখে নিয়ে তাতে সই করতেন। তার পরেই দল ঘোষণা করা হত। দল বেছে নেওয়ার পর তা একবার দেখানোই কার্যত রীতি। নির্বাচকরা প্রত্যেকেই ভালো মানুষ। তবে তাদের সবার মিলিত অভিজ্ঞতার দিকে তাকান, বিরটের অর্ধেক ম্যাচও হবে না।'


বিরাট কোহলিকে (Virat Kohli) সরিয়ে রোহিত শর্মাকে ওয়ান ডে দলের অধিনায়ক করা এবং তা নিয়ে কোহলি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরস্পরবিরোধী মন্তব্য, সব মিলিয়ে সরগরম ক্রিকেটমহল।


তবে এরকম প্রকাশ্যে মন্তব্য-পাল্টা মন্তব্যে বিরক্ত কপিল দেব (Kapil Dev)। বিশেষ করে যখন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন একটি সিরিজ খেলতে গিয়েছে, সেই সময়। ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, 'এই সময়ে কারও দিকে আঙুল তোলা ঠিক নয়। সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। দয়া করে সেদিকে মনোযোগ দিক সকলে।' কপিল যোগ করেন, 'আমি মনে করি বোর্ড প্রেসিডেন্ট হল বোর্ড প্রেসিডেন্ট। তবে হ্যাঁ, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বেশ ভারি পদ। তবে সৌরভ বা কোহলি যেই হোক, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে খারাপ কিছু বলা ঠিক নয়।'