নিউইয়র্ক: বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে ক্রীড়াবিদদের তালিকায় রয়েছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রোজগার প্রায় ২৪ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের এই তালিকায় সবার প্রথমে আমেরিকার বক্সিং চ্যাম্পিয়ন ফ্লোডেয় মেওয়েদার।
ফোর্বসের ২০১৮-র এই তালিকায় বিস্ময়করভাবে কোনও মহিলা ক্রীড়াবিদের নাম নেই। তালিকায় কোহলির স্থান ৮২ তম। ফোর্বস বলেছে, ক্রিকেট-পাগল দেশ ভারতের ক্রীড়াক্ষেত্রেই বড়সড় তারকা শুধু নন কোহলি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ২৫ মিলিয়নের বেশি।
তালিকায় প্রথম স্থানে থাকা ৪১ বছরের মেওয়েদারের আয় ২৮৫ মিলিয়ন ডলার।
দ্বিতীয় স্থানে আর্জেন্তিনার ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর বার্ষিক বেতন ও বোনাস ৮০ মিলিয়ন ডলারের বেশি। এনডোর্সমেন্ট থেকে রোজগার সহ তাঁর বার্ষিক আয় ১১১ মিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় স্থানে বছরে ১০৮ মিলিয়ন ডলার আয় সহ রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তৃতীয় স্থানেও রয়েছেন আরও একজন ফুটবলার। তিনি ব্রাজিলের নেইমার। ১৯ মিলিয়নের এনডোর্সমেন্ট আয় সহ তাঁর বার্ষিক আয় ৮০ মিলিয়ন ডলার।
এছাড়াও টেনিস তারকা রজার ফেডেরার সপ্তম, গল্ফার টাইগার উডস ষোড়শ এবং টেনিস তারকা রাফায়েল নাদাল ২০ তম স্থানে রয়েছেন।