আগামীকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে আরসিবি। এখন সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত বিরাটরা। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর তাঁরা জয়ে ফিরতে মরিয়া। বিরাট-অনুষ্কার আমন্ত্রণে নৈশভোজে হাজির আরসিবি-র সতীর্থরা
Web Desk, ABP Ananda | 18 Apr 2019 06:47 PM (IST)
আগামীকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে আরসিবি।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: চলতি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে সাতটিতেই হেরে গিয়েছে। তবে তা সত্ত্বেও মাঠের বাইরে বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে। মুম্বইয়ে নিজেদের বাড়িতে সতীর্থদের নৈশভোজে আমন্ত্রণ জানান বিরাট ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অধিনায়কের বাসভবনে হাজির হন যুজবেন্দ্র চাহল, হিম্মত সিংহ, দেব পাড়িক্কলরা। ইনস্টাগ্রামে বিরাট-অনুষ্কার সঙ্গে তোলা ছবি পোস্ট করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন চাহল।