বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে, ১৫ জনের স্কোয়াডে কয়েকটি চমক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2019 04:16 PM (IST)
শ্রীলঙ্কা আজ বিশ্বকাপে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ওপেনার লাহিরু থিরিমানে, স্পিন বোলার অলরাউন্ডার মিলিন্দা সিরিওয়ার্ধন এবং জীবন মেন্ডিস দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে, নিকোশন ডিকওয়েলা, আকিলা ধনঞ্জয়, ধনুষ্কা গুণতিলকের মতো সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা হয়নি।
কলম্বো: বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার আগে বড়সড় ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী বিশ্বকাপে ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলের নতুন অধিনায়ক হচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে। তাঁর অধিনায়ক হিসেবে নিযুক্তি অনুমোদন করেছেন শ্রীলঙ্কার ক্রীড়া, টেলিযোগাযোগ ও বিদেশী নিয়োগ মন্ত্রী হারিন ফার্নান্ডো। এসএলসি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বাঁহাতি এই ওপেনার শ্রীলঙ্কার হয়ে মাত্র ১৭ টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৬-রও কম গড়ে তাঁর মোট রান ১৯০। ২০১৫-র মার্চে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছেন তিনি। সম্প্রতি ৩০ বছরের এই ক্রিকেটার শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে করুণারত্নের এটাই ছিল প্রথম সিরিজ। এরপর তাঁর নাম একদিনের দলেও উঠে এল। তিনি পেসার লাসিথ মালিঙ্গার স্থলাভিষিক্ত হলেন। শ্রীলঙ্কা আজ বিশ্বকাপে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ওপেনার লাহিরু থিরিমানে, স্পিন বোলার অলরাউন্ডার মিলিন্দা সিরিওয়ার্ধন এবং জীবন মেন্ডিস দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে, নিকোশন ডিকওয়েলা, আকিলা ধনঞ্জয়, ধনুষ্কা গুণতিলকের মতো সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা হয়নি। ২১ বছরের ওপেনার অভিষ্কা ফার্নান্ডো, পেসার নুয়ান প্রদীপকে দলে রেখে চমক দিয়েছেন নির্বাচকরা। নুয়ান প্রদীপ বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কার একদিনের দলে ছিলেন না। শ্রীলঙ্কা স্কোয়াড- দিমুথ করুণারত্নে (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্ডো, লাহিরু থিরিমানে,কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, জেফরি ভ্যানডারসে, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গ লাকমল, নুয়ান প্রদীর, জীবন মেন্ডিস,মিলিন্জা সিরিওয়ার্ধন বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ কার্ডিফে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।