ইন্দোর: প্রথম টি-টােয়েন্টি ম্যাচে খেলেননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ইন্দোর স্টেডিয়ামে মাঠে নামতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে পারেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন। আসলে যেদিন ম্যাচ ছিল ভারতের, সেদিনই বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ছিল। বোর্ডের তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো না হলেও জানা গিয়েছে মেয়ের জন্মদিনে পাশে থাকবেন বলেই বিরাট ছুটি চেয়ে নিয়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচেই আগামীকাল মাঠে নামতে পারেন কোহলি।
শনিবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল বিরাট কোহলিকে। প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার মূল্যের বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৪৫০ গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখান থেকেই ইন্দোর উড়ে গেলেন তিনি। বিমানবন্দরে উপস্থিত চিত্র সাংবাদিকদের নজর কেড়ে নেয় কোহলির সঙ্গে তাঁর বাহনও। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল কিং কোহলিকে। আগামীকালের ম্যাচে যদি মাঠে নামেন তিনি, তাহলে প্রায় ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে খেলতে দেখা যাবে তাঁকে।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁরা খেলবেন বলেই মনে করা হচ্ছে। যদিও ভারতীয় ক্রিকেট মহলের কারও কারও মনে হচ্ছে, রোহিত-কোহলিদের আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলা উচিত নয়। বরং তাঁদের পরিবর্তে সুযোগ পেতে পারেন নতুন কেউ। টি-টোয়েন্টি দলে রোহিত-কোহলি কি তরুণদের জায়গা আটকে রাখছেন? সেরকমই বলাবলি চলছে সর্বত্র। প্রশ্ন শুনে হাসলেন যুবরাজ। তারপর গেয়ে উঠলেন, 'কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা...'
যোগ করছেন, 'ওরা দেড় বছর পর এই কারণে টি-টোয়েন্টি দলে ফিরেছে কারণ ওরা তিন ধরনের ফর্ম্যাটেই খেলে। ওদেরকেই শারীরিক ও মানসিক দিক সামলে চলতে হবে।'
খুদে ক্রিকেটারদের মেন্টর হিসাবে বাইশ গজে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। এবার কি আরও বড় পরিসরে দেখা যাবে যুবরাজকে? ভারতীয় দলের বা আইপিএলে কোচ হিসাবে দেখা যাবে? যুবরাজ সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। বলছেন, 'ক্রিকেট থেকে অনেক কিছু পেয়েছি। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চাই।' মজা করে বলছেন, 'আমি নেহরাকে (গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা) বলেছিলাম চাকরির জন্য। ও দেয়নি।' যুবরাজ আরও বলছেন, 'আমার সন্তানেরা একটু বড় হলে কোচিংয়ে আসতেই পারি। রাজ্য দলের হয়েও কাজ করার ইচ্ছে রয়েছে।'