তৃতীয় দিনে খেলাটা এক সময় এক তরফা হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে ভারত ওয়েস্ট ইন্ডিজের থেকে ৫৬ রানে এগিয়ে প্রথম ইনিংস শেষ করে। এরপর উমেশ যাদব ও স্পিনারদের দাপটে আত্মসমর্পণ করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। উমেশের বিধ্বংসী বোলিংয়ে একটা সময় ৭০ রানেই ছয় উইকেট পড়ে যায় ক্যারিবিয়ানদের।
ভারতের কাছে জয় ছিল তখন সময়ের অপেক্ষা মাত্র। খেলায় ঘাতপ্রতিঘাতের সম্ভবনা না থাকায় স্টেডিয়ামে দর্শকদের মধ্যে উত্তেজনাও ছিল না। দর্শকরা সেভাবে দলের বোলারদের হয়ে গলা ফাটাচ্ছিলেন না। এতে অখুশি হয়ে অধিনায়ক বিরাট কোহলি দর্শকদের কাছে খেলোয়াড়দের উত্সাহিত করার আর্জি জানান।
মাঠ থেকেই তিনি ইশারায় দলের খেলোয়াড়দের উত্সাহিত করতে আর্জি জানান। তাঁর আবেদনে সাড়া দিয়ে গ্যালারিতে ফের দর্শকদের সমর্থনের জোয়ার দেখা যায়। ভারত ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১২৭ রানে অল আউট করে দেয়।