নয়াদিল্লি: অধিনায়ক হিসেবে তেমন কোনও সাফল্য এখনও অর্জন করতে পারেননি বিরাট কোহলি। এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতীয় দলের অধিনায়ককে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসের মতো ক্রিকেটারদের সঙ্গে তুলনা করেছেন। চমকপ্রদ ব্যক্তিগত রেকর্ড সত্ত্বে ট্রফি জয়ী দলের সদস্য তাঁরা ছিলেন না।
প্রাক্তন ক্রিকেটা তথা অধুনা বিজেপি সাংসদ গম্ভীর বলেছেন,এটা দলগত খেলা। কেউ নিজের রান করতেই পারেন। ব্রায়ান লারার মতো খেলোয়াড় প্রচুর রান করেছেন। জ্যাক কালিসের মতো ক্রিকেটার কোনও ট্রফিই জিততে পারেননি। বিরাট কোহলিও এখনও এ ব্যাপারে তেমন কিছু সাফল্য অর্জন করতে পারেননি। সত্যি কথা বলতে কী, এখনও তাঁর অনেক কৃতিত্ব অর্জন বাকি রয়েছে। কেউ বড় রান করতেই পারেন। কিন্তু আমার মতে, বড় ট্রফি জিততে না পারলে সমগ্র কেরিয়ার পরিপূর্ণ করে তোলা যায় না।
ক্রিকেট সংক্রান্ত একটি শো-তে এই মন্তব্য করেছেন ৩৮ বছরের গম্ভীর। এর আগে একই শো-তে তিনি বলেছিলেন যে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বর্তমান ভারতীয় দলের আত্মবিশ্বাসের অভাব প্রকট হয়ে যায়। এই প্রসঙ্গে তিনি ২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ও ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, চাপের মুখে কেমন পারফর্ম করতে পারে, এটাই একটা ভালো দল ও একটা সেরা দলের ফারাক গড়ে দেয়। আর এক্ষেত্রে বর্তমান ভারতীয় দল খুব বেশি চাপে পড়লে সেভাবে পারফর্ম করতে পারে না।
গম্ভীর বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ- উভয় টুর্নামেন্টেই লিগ পর্যায়ে ভালো খেলেছিল ভারত। কিন্তু নকআউট বা সেমিফাইনালে ভালো খেলতে পারেনি। এক্ষেত্রে মানসিক দৃঢ়তাও একটা বড় ব্যাপার।
গম্ভীর বলেছেন, যত কিছুই দাবি করা হোক না কেন, মাঠে নেমে কাজের কাজ করতে হবে এবং নিজেদের প্রমাণ করতে হবে। তা না হলে কখনও চ্যাম্পিয়ন দলের তকমা পাওয়া যায় না।