নয়াদিল্লি: ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে একটি ব্র্যান্ডের সঙ্গে সর্বাধিক অঙ্কের চুক্তি স্বাক্ষর করে নজির গড়লেন বিরাট কোহলি।


খবরে প্রকাশ, সম্প্রতি, বিশ্বখ্যাত ক্রীড়া-সরঞ্জাম প্রস্ততকারী সংস্থা পিউমা-র সঙ্গে আট-বছরের চুক্তি স্বাক্ষর করেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক। চুক্তির মূল্য ১১০ কোটি টাকা!


এই চুক্তির ফলে, বিশ্বখ্যাত ক্রীড়াবিদ– উসেইন বোল্ট, আসাফা পাওয়েল, থিয়েরি অঁরি-দের সঙ্গে একাসনে চলে এলেন কোহলি। চুক্তি অনুযায়ী, আগামী আট বছর এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন তিনি।


[embed]https://twitter.com/imVkohli/status/833316633124995072[/embed]

অর্থাৎ, বকলেমে ভারতীয় দলে কোহলি যতদিন থাকবেন, ততদিন এই চুক্তি একপ্রকার কার্যকর থাকবে। নতুন চুক্তির ফলে, প্রতিবছর কোহলির ঘরে আসবে প্রায় ১২-১৪ কোটি টাকা।


চুক্তির প্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত অধিনায়ক জানান, বিশ্বখ্যাত ক্রীড়াবিদদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে তিনি গর্বিত। তাঁর আশা, পিউমার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ হবে।


শুধু বর্তমান তারকা নয়, এই সংস্থার সঙ্গে অতীতেও বহু ক্রীড়া নক্ষত্রের চুক্তি ছিল। সেই তালিকায় রয়েছে—পেলে, মারাদোনার মত কিংবদন্তিরাও।


কোহলির আগে, সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনিরাও ১০০-কোটির ক্লাবে জায়গা পেয়েছিলেন। কিন্তু, কেউ-ই একটি সংস্থার সঙ্গে এই অঙ্কের চুক্তি করেননি।