মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। পরের ম্যাচে হারলেই তিন ম্যাচের এই সিরিজ খোয়াবে ভারত। তাই দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটিং অর্ডারে বদলের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
এর আগে টানা সাতটি দ্বিপাক্ষিক টি ২০ সিরিজ জিতেছে ভারত। এই ধারা অব্যাহত রাখতে ব্যাটিং অর্ডারের পাশাপাশি বোলিং অর্ডারেও বদল ঘটাতে পারে বিরাট কোহলির দল।
কে এল রাহুলের ফর্ম ভালো যাচ্ছে না। এ কথা মাথায় রেখে মিডল অর্ডারের ব্যাটিংয়ের ক্ষেত্রে বদল ঘটানো হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ম্যাঞ্চেস্টারে অপরাজিত ১০১ রানের পর যে ছয়টি ম্যাচ খেলেছেন, তারমধ্যে কোনওটিতেই ৩০-র বেশি রান করতে পারেননি রাহুল। এরপরও তিন নম্বরেই তাঁকে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কোহলি খেলছেন চার নম্বরে। রাহুল যাতে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পান, সেই চেষ্টা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট।কারণ, টেস্ট সিরিজে ভারতের টপ অর্ডারের অন্যতম অংশ রাহুল।
প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ভারত চার রানে হেরে যায়। ওই ম্যাচে শিখর ধবন ছাড়া টপ অর্ডারে অন্য কোনও ব্যাটসম্যানকে ছন্দে দেখা যায়নি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে ব্যাটিং অর্ডারে বদল করতে পারে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2018 07:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -