অস্ট্রেলিয় ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে তাঁর মন্তব্য ফুলিয়ে-ফাঁপিয়ে দেখা হচ্ছে, বললেন কোহলি
ABP Ananda, web desk | 30 Mar 2017 10:51 AM (IST)
মুম্বই: অস্ট্রেলিয় ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে তাঁর বক্তব্য সম্পর্কে বাখ্যা দিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ট্যুইটার মারফত্ জানিয়েছেন, তাঁর মন্তব্যকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে। ধর্মশালায় সিরিজের শেষ ম্যাচের পর তিনি যে মন্তব্য করেছিলেন, তা কয়েকজন অসি খেলোয়াড় সম্পর্কে, পুরো অস্ট্রেলিয়া দল সম্পর্কে নয়। উল্লেখ্য, সিরিজ শুরুর আগে কোহলি বলেছিলেন, ‘আমি ওদের অনেককে ভাল চিনি। মাঠের বাইরেও বন্ধুত্ব আছে ওদের সঙ্গে। কিন্তু আমি জানি, ক্রিকেট মাঠের দ্বৈরথে কোথায় সেই বন্ধুত্বের বাউন্ডারিটা শেষ করতে হবে।’ কিন্তু মঙ্গলবার ধর্মশালায় সিরিজ জিতে সাংবাদিক বৈঠকে অস্ট্রেলিয় ক্রিকেটারদের সম্পর্কে বন্ধুত্ব সংক্রান্ত প্রশ্নের উত্তরে কোহলি বলেছিলেন, না, আর সম্ভব নয়। ভেবেছিলাম মাঠের বাইরের বন্ধুত্বটা আছে। কিন্তু সব পাল্টে গিয়েছে। প্রথম টেস্টের আগে যা বলেছিলাম তা পাল্টে গিয়েছে এবং আমাকে এ রকম বলতে আর শুনতে পাবেন না। ভারত-অস্ট্রেলিয়ার চলতি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা চরম পর্যায়ে পৌঁছয়। শেষপর্যন্ত তা তিক্ততার পর্যায়ে চলে যায়। শুরু হয়েছিল বেঙ্গালুরু টেস্টে অসি অধিনায়ক স্টিভ স্মিথের ডিআরএসের নিয়ম ভাঙা দিয়ে। কোহলি তীব্র সমালোচনা করেছিলেন স্মিথের। এর পাল্টা হিসেবে কোহলিকে শুধু অসি খেলোয়াড়রাই নয়, সে দেশের প্রাক্তন ক্রিকেটার ও সংবাদমাধ্যম এবং এমনকি ক্রিকেট বোর্ডের কর্তা জেমস সাদারল্যান্ডও আসরে নেমে পড়েন। রাঁচি টেস্টে কোহলির কাঁধের চোট নিয়েও কদর্য ইঙ্গিত করতে দেখা গিয়েছিল ম্যাক্সওয়েলকে। ধর্মশালায় চোটের কারণে খেলতে পারেননি কোহলি। এই টেস্টেও স্মিথ ভারতের ওপেনার মুরলী বিজয়কে গালাগালি করেছিলেন। শেষে অবশ্য ক্ষমা চান। ধর্মশালায় ম্যাচের পর তাঁর মন্তব্য নিয়েও কোহলিকে নিশানা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। সিরিজে হারার পর অসি মিডিয়ায়ও কোহলিকে নিশানা করতে গিয়ে বিভিন্ন ধরনের অনভিপ্রেত মন্তব্য করেছে। কোহলি আজ ট্যুইটারে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, খেলার পরবর্তী সাংবাদিক বৈঠকে একটি প্রশ্নে আমার উত্তরকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। আমি পুরো অস্ট্রেলিয় দল নয়, কয়েকজন সম্পর্ক ওই মন্তব্য করেছিলাম। যে অসি ক্রিকেটারদের সঙ্গে আমার পরিচয় রয়েছে এবং যাঁদের সঙ্গে আইপিএলে খেলি তাঁদের সঙ্গে আমার মধুর সম্পর্ক বজায় থাকবে। এর কোনও পরিবর্তন হবে না।