মুম্বই: সালটা ২০০৮। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। এরপরই শ্রীলঙ্কার (india vs Srilanka) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সুযোগ চলে আসে। আজকের দিনে, ১৮ আগস্টই প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে (One Day) অভিষেক হয়েছিল তাঁর। মালয়েশিয়ায় আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সই বিরাটকে সুযোগ করে দিয়েছিল জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে। ৬ ম্য়াচ খেলে ২৩৫ রান করেছিলেন কোহলি ৪৭-গড় রেখে। ১৮ আগস্ট ২০০৮ থেকে পথ চলা শুরু হয়ে আজ ১৫ বছর পূর্ণ করলেন জাতীয় দলে। এই সময়কালের মধ্যে বিশ্বের অন্য়তম সেরা ব্যাটার হয়ে উঠেছে। ৫০০-র ওপর আন্তর্জাতিক ম্যাচ খেলা, ২৫ হাজারের ওপর রান, ৭৬টি সেঞ্চুরি। একেবারেই অপ্রতিরোধ্য কিং কোহলি...
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল বিরাটকে। নুয়ান কুলশেখরার বলে লেগবিফোর হয়ে আউট হন তিনি। প্রথম ম্যাচে ভাল পারফর্ম করতে না পারলেও গোটা সিরিজে ৩১.৮০ গড়ে ১৫৯ রান করেছিলেন কোহলি। ২০১১ সালে টেস্ট ফর্ম্যাটে পা রাখেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সাদা পোশাকের ক্রিকেটে। এর আগে ২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল কোহলির। এরপর থেকে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ধারাবাহিক পারফর্ম করে আসছেন। ১১১টি টেস্ট ম্যাচ খেলে ৮৬৭৬ রান করেছেন এখনও পর্যন্ত বিরাট। ওয়ান ডে ফর্ম্যাটে ২৭৫ ম্যাচ খেলে ১২,৮৯৮ রান করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটেও ১১৫ ম্যাচে ৪০০৮ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের ওপর রান। ৫০০-র ওপর ম্যাচ ও ৭৬টি সেঞ্চুরি। সচিন তেন্ডুলকর পরবর্তী জমানার বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সচিন ১০০টি সেঞ্চুরির মালিক। দ্বিতীয় স্থানেই রয়েছেন কিং কোহলি।
টেস্টে ভারতের পঞ্চম সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট। বিশ্বের তালিকায় তিনি রয়েছেন ২৩ নম্বর স্থানে। অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন কোহলি। ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪০ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন এই ডানহাতি। ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিরাটের নেতৃত্বে সিরিজ জেতে ভারত। ওয়ান ডে ও টেস্ট দুই ফর্ম্যাটে পঞ্চাশের ওপর গড় কোহলি। ওয়ান ডে-তে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৮৩। টেস্টে অপরাজিত ২৫৪ ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২২।