সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারেন বিরাট, বলছেন সঙ্গাকারা
Web Desk, ABP Ananda | 11 Feb 2019 11:37 PM (IST)
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির অনুরাগীদের তালিকায় নয়া সংযোজন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা। বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিলেন সঙ্গাকারা। তাঁর মতে, সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারেন বিরাট। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গাকারা বলেছেন, ‘বিরাটের খেলা সবার চেয়ে আলাদা। আমার মনে হয়, ও এখন অন্য সবার চেয়ে এগিয়ে। ও যেভাবে এগিয়ে চলেছে, তাতে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারে।’ সঙ্গাকারা আরও বলেছেন, ‘বিরাটের রান করার দক্ষতা অবিশ্বাস্য। ও যেভাবে ব্যাট করার ধরনে বিশ্বাস করে, সেটা বদলায় না। ও খেলার অবস্থা খুব ভালভাবে বুঝতে পারে। ও অত্যন্ত আবেগপ্রবণ। মাঠে ওর ভাবভঙ্গি দেখেই সেটা বোঝা যায়।’