করাচি: কোনও অনুরোধ, তদ্বিরে কাজ দেয়নি দেখে এবার ভারতীয় ক্রিকেট দলকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাধ্য করার জন্য অন্য কৌশল অবলম্বন করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের লক্ষ্য নিজেদের মান এত উন্নত করা যাতে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাধ্য হয়।

লাহৌরে এক সাংবাদিক বৈঠকে পিসিবি-র নয়া ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান বলেছেন, ‘আমার মনে হয়, পাকিস্তান যখন সেরা দল হযে উঠবে, তখন পরিস্থিতি এমন হবে যে ভারত আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইবে।’

এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হয়নি। দু’দল এখন শুধু বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপে পরস্পরের মুখোমুখি হয়। পিসিবি-র আশা, ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের পর দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার অপেক্ষায় বসে না থেকে নিজেদের খেলার মানের উন্নতি করাই পাকিস্তানের প্রধান লক্ষ্য।