নয়াদিল্লি: মাঠে ব্যাট হাতে প্রায় প্রতিদিনই একের পর এক রেকর্ড ভাঙেন, গড়েন বিরাট কোহলি (Virat Kohli)। মতান্তরে তিনি বর্তমান বিশ্বের সেরা ব্যাটার। তবে শুধু ব্যাট হাতে মাঠেই ইতিহাস গড়া নয়, বিরাট কোহলি কিন্তু মাঠের বাইরেও প্রতিনিয়ত ইতিহাস গড়েই চলেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরেক নতুন ইতিহাস গড়লেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার, সামিল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির বিশেষ তালিকায়।
বিরাটের রেকর্ড
গোটা বিশ্বজুড়ে বিরাট কোহলির অনুরাগীর কমতি নেই। বহু মানুষের আইডল বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয় ভারতীয় তারকা। তাঁর জনপ্রিয়তা বুধবার (২৫ মে) আবারও এক প্রমাণিত হল। গতকালই ইন্সটাগ্রামে ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ফলোয়ার হয়ে গেল বিরাট কোহলির। প্রথম ভারতীয়, এমনকী প্রথম এশিয়ান হিসাবে ফলোয়ারের নিরিখে এই মাইলফলক স্পর্শ করলেন বিরাট। গোটা বিশ্বে এই নজির কোহলি বাদে কেবলমাত্র আর দুইজন ক্রীড়াবিদের রয়েছে। তাঁরা আর কেউ নন, দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। দুই কিংবদন্তির বিশেষ তালিকায় নাম লেখালেন বিরাটও।
লন্ডন পৌঁছলেন কোহলি
আইপিএল (IPL 2023) চলছে। ট্রফির জন্য চূড়ান্ত যুদ্ধ শুরু হয়েছে চার দলের। কিন্তু বিরাট কোহলির আইপিএল শেষ। তাঁর দল রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। তবে বিরাট কোহলি বেরিয়ে পড়লেন নতুন মিশনে। লন্ডনের উদ্দেশে পাড়ি দিলেন কিংগ কোহলি। সঙ্গে স্ত্রী অনুষ্কা। বুধবার মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। অনুষ্কা পরেছিলেন সাদা টি শার্ট। তার ওপর ব্লেজার। সঙ্গে ডেনিম, স্নিকার্স ও ডার্ক সানগ্লাসেস। বিরাটের পরনে ছিল কালো রংয়ের সোয়েট শার্ট। সঙ্গে রং মিলিয়ে ট্রাউজার্স ও স্নিকার্স।
ইতিমধ্যেই বিলেতে পৌঁছেও গিয়েছেন কোহলি। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ৭-১১ জুন ওভালে আয়োজিত হবে এই ফাইনাল। সেই ম্যাচের আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে বিলেত সফরে বিরাট। তাঁর সঙ্গে উমেশ যাদব, মহম্মদ সিরাজরাও বেশ খানিকটা আগেই ইংল্যান্ডে পৌঁছে যাচ্ছেন।
আরও পড়ুন: শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা