মুম্বই: সামনে ইংল্যান্ড সফর। যেখানে শুধু জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট ম্য়াচের সিরিজই নয়, কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। তার আগে বিরাট কোহলি তাক লাগালেন ফ্রি-কিক মেরে। যদিও তিনি গোল করতে পারেননি। বল ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে কোহলির দূরপাল্লার শট যেভাবে বাঁক খেয়ে প্রায় গোলে ঢুকে যাচ্ছিল, তা দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই তাঁর ফুটবল দক্ষতার প্রশংসা করেছেন।


তবে বিরাটের ফুটবল পায়ে দক্ষতা দেখে অবাক নন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। সংবাদসংস্থাকে তিনি বলেছেন, 'ও বরাবরই ফুটবলটা ভাল খেলে। প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়েও ভাল ফুটবল খেলে। আমার অ্য়াকাডেমিতে প্র্যাক্টিস শুরুর আগে ও সব সময়ই দৌড়নোর চেয়ে ফুটবল খেলতে বেশি পছন্দ করত। গা গরম করার জন্য ফুটবল খেলা হলেও, কোহলি দারুণ খেলত আর জিততে মরিয়া থাকত সব সময়।' 



ভারতীয় দলে কোহলির সতীর্থরা অনেকে মজা করে বলেন, মন দিয়ে ফুটবল খেললে ভারতের জাতীয় ফুটবল দলের জার্সিতে দেখা যেত বিরাটকে। কোহলি তাঁর ফুটবল পায়ে দক্ষতা ফের একবার বুঝিয়ে দিলেন। জোরালো ফ্রি কিক মেরে তেকাঠি কাঁপালেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিরাট এই শটের নাম দিয়েছেন ‘অ্যাক্সিডেন্টাল ক্রসবার চ্যালেঞ্জ।’


নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আগামী ২ জুন ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুসারে এই মুহূর্তে ইংল্যান্ড সফরের দলে থাকা সকলে মুম্বইয়ে নিভৃতবাসে রয়েছেন। ঠিক এমন সময় ফ্রি কিক মারার একটি পুরনো ভিডিও ট্যুইট করলেন কোহলি। যেখানে দেখা যাচ্ছে ডান পায়ে বেশ জোরালো গতিতে বাঁক খাওয়ানো শট ক্রসবারের একেবারে ডান দিকের কোণায় গিয়ে লাগছে। কোহলির বাঁক খাওয়ানো শট দেখে অনেকেই মুগ্ধ। পাশাপাশি কুলদীপ যাদব, কে এল রাহুলের মতো সতীর্থরা খুুনসুটি করতেও ছাড়েননি।