দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে সৌরভের রেকর্ড স্পর্শ করলেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2018 01:57 PM (IST)
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। টেস্ট সিরিজে হারের পর একদিনের সিরিজের শুরুটা ভালো হল ভারতের। দলের জয়ের ভিত গড়ে দেয় অধিনায়ক কোহলির শতরান। কোহলি ১১৯ বলে ১১২ রান করেন। এই সঙ্গে কোহলি একটি নজিরও গড়ে ফেললেন। ভারতের হিসেবে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড স্পর্শ করলেন কোহলি। কোহলি অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত মোট ১১ টি শতরান করেছেন। প্রাক্তন অধিনায়ক সৌরভের রয়েছে ১৪৬ ম্যাচে ১১ সেঞ্চুরি। কোহলি মাত্র ৪৪ ম্যাচেই সৌরভের সেই রেকর্ড স্পর্শ করলেন। অধিনায়ক হিসেবে সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনির ৬ টি করে সেঞ্চুরি রয়েছে।