নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি উইলিয়ামসনই, সিরিজ জয়ের পর মন্তব্য বিরাটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2020 07:43 PM (IST)
এই প্রথম ৫-০ ফলে টি-২০ সিরিজ জিতল ভারত।
ছবি সৌজন্যে ট্যুইটার
মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ৫-০ ফলে জিতলেও, বিপক্ষের অধিনায়ক কেন উইলিয়ামসনের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ সিরিজ শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘কেন আর আমার মানসিকতা ও দর্শন একইরকম। আমি এটা ভেবে অবাক হয়ে যাই, আমরা বিশ্বের আলাদা প্রান্তে থাকলেও, একইভাবে ভাবি, একই ভাষায় কথা বলি। ফল যাই হোক না কেন, আমার মনে হয়, নিউজিল্যান্ড ক্রিকেট সবচেয়ে যোগ্য ব্যক্তির হাতেই আছে। ও-ই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। ওর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’ এই প্রথম ৫-০ ফলে টি-২০ সিরিজ জিতল ভারত। শেষ ম্যাচ খেলেননি বিরাট। তা সত্ত্বেও জয় পেয়েছে ভারত। নিউজিল্যান্ড এভাবে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ায় অনেকেই উইলিয়ামসনের অধিনায়কত্বের সমালোচনা করছেন। তবে বিপক্ষের অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন বিরাট।