ম্যাঞ্চেস্টার: সেমিফাইনালের আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, সেখানে এসে ভারত অধিনায়ক সাফ জানিয়েদিলেন, মঙ্গলবারের ম্যাচে যে দল চাপ নিতে পারবে, জিতবে তারাই। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা হবে ব্র্যান্ড নিউ পিচে। যা নিয়ে সংশ্লিষ্টমহলে সর্বাধিক চর্চা হচ্ছে। মনে করা হচ্ছে, এই পিচে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে টস। যদিও বিরাট কোহলি তা মানতে নারাজ। তাঁর কথায়, “আমরা টস নিয়ে ভাবছি না। যাই ঘটুক আমরা তৈরি। ভারতের কাছে প্রতিটি ম্যাচই চাপের এবং একই সঙ্গে নতুন সুযোগেরও। আমরা সবসময়ই এই ধরণের পরিস্থিতি সামলে এসেছি। তবে বিশ্বকাপের সেমিফাইনাল একেবারেই আলাদা।”


প্রসঙ্গত, এদিন ১১ বছর আগে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালের প্রসঙ্গও উত্থাপিত হয়। বিরাট বলেন, এক দশক পর আবার কেন উইলিয়ামসনের কিউই দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হবে, সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে, তা তিনি কোনও দিন কল্পনাও করেননি। তিনি বলেন, “এমন কয়েকজন প্লেয়ার রয়েছে যারা সেই সময় খেলেছেন এবং পরবর্তীতে তারা জাতীয় দলে সুযোগ পেয়ে বিশ্বকাপ খেলছেন। সেই স্মৃতি আনন্দের। এমন একটা মুহূর্ত আসবে তা ভাবিনি, আমার মনে সে-ও (কেন উইলিয়ামসন) কখনও ভাবেনি এমনটাও হতে পারে।”


প্রসঙ্গত, ২০০৮ সালে সেই সাক্ষাতে শেষ হাসি হেসেছিল বিরাটই। তাঁর ব্যাটের ওপর ভরসা করেই ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? উত্তর মিলবে মঙ্গলবারই।