ক্রাইস্টচার্চ: ৪ ইনিংসে ৩৮ রান। গড় সাড়ে দশও নয়। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে এটাই বিরাট কোহলির পারফর্ম্যান্স। আর বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের এই হতশ্রী পারফর্ম্যান্সের খেসারত দিতে হল দলকেও। শুধু বিরাট নন, এই টেস্ট সিরিজে ফ্লপ গোটা ভারতীয় ব্যাটিং। কিউইদের বিরুদ্ধে টেস্টে ভারতীয় কোনও ব্যাটসম্যানের শতরান নেই। পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, ময়াঙ্ক অগ্রবাল, হনুমা বিহারী অর্ধশতরান করলেও কেউ ধারাবাহিক হতে পারেননি। যদিও ভিভিএস লক্ষ্মণ মনে করেন, এই সিরিজে সবথেকে হতাশজনক পারফর্ম্যান্স বিরাটেরই। তাঁর ফর্ম না থাকাটাই ডুবিয়ে দিল। ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে কোনও লড়াই-ই দিত পারল না বিশ্বের এক নম্বর টেস্ট দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শনে কিউদের কাছেই প্রথম হারল ভারত। সিরিজেও হোয়াইওয়াশ হয়েছে বিরাটের দল। ট্যুইটে কেন উইলিয়ামসনদের অভিনন্দন জানিয়ে ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, “ভারতকে হারিয়ে সিরিজ জয়ী ব্ল্যাকক্যাপসদের অনেক অভিনন্দন। ভারতের যে ধরনের শৃঙ্খলা দেখানোর প্রয়োজন ছিল তা দেখাতে পারেনি। হতাশাজনক।”
ভিভিএসের আরও বক্তব্য, এই সিরিজে বিরাটের রান না পাওয়াই সবথেকে বেশি হতাশার। যখন দলের টপ ব্যাটসম্যান ব্যর্থ হয় তখন লড়াই করা কঠিন হয়, আর সেটাই হয়েছে। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ ২ ক্ষেত্রেই বিরাটের রান পাওয়াই ভারতের হারের অন্যতম একটি কারণ বলে মনে করেন ভিভিএস লক্ষ্মণ।