নয়াদিল্লি: বাবা হতে চলেছেন বলে বিরাট কোহলি দেশে ফিরে আসায় সিরিজের বাকি টেস্টগুলিতে ভারতের অধিনায়কত্বের গুরুদায়িত্ব কাঁধে এসেছে। প্রথম টেস্টে দলের লজ্জাজনক হারের পর প্রবল চাপের মধ্যেই নেতৃত্ব পাওয়াটা তাঁর কাছে অগ্নিপরীক্ষারই সমান। কিন্তু তাতে দারুণ ভাবে উত্তীর্ণ অজিঙ্ক রাহানে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনটা ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করে ১২-তম টেস্ট সেঞ্চুরি করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন রাহানে। ২০০টি বল খেলে ১০৪ রানে নটআউট তিনি। ভরসা দিচ্ছেন সঙ্গী রবীন্দ্র জাডেজা। মেলবোর্নে দিনের শেষে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানের লিড নিয়েছে। রাহানের ঝলমলে, রাজকীয় ইনিংস দেখে মুগ্ধ স্বয়ং বিরাট, প্রাক্তন টেস্ট ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসাবে আবির্ভাবেই শতরান করে বিরাটের পাশেই বসলেন আজ। সেই বিরাটই সোস্য়াল মিডিয়ায় প্রশংসায় ভরালেন রাহানেকে, লিখলেন, আমাদের কাছে আরেকটা দারুণ দিন। সত্যিকারের টেস্ট ক্রিকেটের সর্বসেরা চেহারা। সত্য়িই জিংক্সের দারুণ ব্যাটিং দেখলাম।


আজ রাহানে যখন নামেন, শুভমন গিল (৪৫), চেতেশ্বর পূজারা (১৭)-কে ১১ বলের ব্যবধানে পরপর হারিয়ে ৬৪/৩-এ টলমল অবস্থায় ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু রাহানের ব্য়াটে।
রাহানের প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ সিংহ ট্য়ুইট করেছেন, একটা ক্য়াপ্টেনের ১০০ পয়েন্ট প্রতীক যেন ঠিক ওর ব্যক্তিত্বের মতোই দৃঢ়, কঠিন, শান্ত। ফিল্ডিং সাজানোতেও রাহানের তীক্ষ্ণ বোধের ছাপ । জাডেদাও দারুণ, লোয়ার অর্ডারে কী দারুণ হয়ে উঠেছে ও। শুভমন গিলেরও দারুণ সূচনা হয়েছে। আমরা ভদ্রস্থ লিড নেওয়ার জায়গায়।




বীরেন্দ্র সহবাগও ট্যুইটে রাহানেকে অধিনায়কোচিত ইনিংস খেলায় অভিনন্দন জানিয়ে লেখেন, দুরন্ত শতরান রাহানের। মানসিক দৃঢ়তা, ক্লাসের প্রতিফলন। ইরফান পঠানও মুগ্ধ রাহানের ব্যাটিং দেখে। তিনি লিখেছেন, টিমকে দারুণ নেতৃত্ব দিয়ে জোরদার শতরান রাহানের। টিম ইন্ডিয়া এখন চালকের আসনে। রাহানের ক্যাপ্টেনের ভূমিকা পালনের প্রশংসায় সরব হরভজন সিংহ, মহম্মদ কাইফও।