মুম্বই : বিরাট কোহলি (Virat Kohli) কি দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (One Day Series) খেলবেন? মঙ্গলবার দিনভর চর্চার পর রাত গড়াতে যে প্রশ্নে এল নতুন ট্যুইস্ট। ভারতের টেস্ট অধিনায়ক নাকি ওডিআই সফরের জন্য কোনও 'বিশ্রাম' চাননি, এমনটাই দাবি করেছেন এক বোর্ড কর্তা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক সিনিয়র কর্তা জানিয়েছেন, 'বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বা সচিব জয় শা, কারোর কাছেই ওডিআই সিরিজে বিশ্রাম চেয়ে সরকারিভাবে কোনও বার্তা বিরাট দেননি। চোট-আঘাত লাগলে বা অন্য কোনও কারণ হলে আলাদা বিষয়।' আর গোটা ধন্দের মাঝেই সরকারিভাবে বিকেলে বোর্ডের বার্তা, তিন টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে আগামী ২৬ ডিসেম্বর মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হবেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।


মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় ক্রিকেটমহল সরগরম ছিল বিরাটকে নিয়ে। সংবাদসংস্থা এএনআই জানায়, বিসিসিআইকে বিরাট জানিয়েছেন জানুয়ারিতে কন্যা ভামিকার প্রথম জন্মদিন। ওই সময় পরিবারকে সময় দিতে চান বিরাট কোহলি। তাই, কিছুদিন ছুটি চেয়েছেন বিরাট। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে থাকতে পারবেন না তিনি। বিরাট-সিদ্ধান্তের যে খবর সামনে আসতেই ফের মাথাচাড়া দেয় জল্পনা। নিছকই পারিবারিক দায়বদ্ধতা, না কি ওয়ান ডে নেতৃত্ব হারানোর ক্ষোভ, আচমকা সরে দাঁড়ানোর নেপথ্যে কাজ করছে ঠিক কোনটা? সামনে উঠে আসে বিরাট-রোহিত দ্বন্দ্বের জল্পনাও। 


কিছুদিন আগেই বিরাট কোহলিকে সরিয়ে দিয়ে পাকাপাকিভাবে রোহিত শর্মাকে টি২০-র পাশাপাশি ভারতীয় ওডিআই দলেরও অধিনায়ক করা হয়েছে। এদিকে, সোমবারই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা। তারপরই বিরাটের ওডিআই সিরিজে বিশ্রামের খবর সামনে আসতে ক্রিকেটমহলে গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কি পরস্পরের অধিনায়কত্বে খেলতে চান না বিরাট-রোহিত? দু’জনের ঠাণ্ডা লড়াই কি আরও তীব্র? যদিও আপাতত সন্ধের পর যাবতীয় জল্পনা ফের হিমঘরে। আসল সত্যিটা ঠিক কী, উত্তর লুকিয়ে ভবিষ্যতে।


আরও পড়ুন- কেন ওয়ান ডে সিরিজ থেকে সরছেন বিরাট? নানা মুনির নানা মত